IRCTC: কনফার্ম টিকিট না থাকলেও এক ক্লিকে মিলতে পারে সিট! কীভাবে জানুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

IRCTC Train Ticket: প্রত্যহ লক্ষাধিক মানুষ যাতায়াত করেন ট্রেনের (Train) মাধ্যমে। যদিও এর মধ্যে অনেক যাত্রী ট্রেনে কনফার্ম টিকিট (Confirm Ticket) পান না। ট্রেনের সিট ফুল (Train Sit Full) থাকার জন্য অনেক সময় ওয়েটিং সিটের টিকিট কেটে থাকেন যাত্রীরা। তবে ভ্রমণ মরশুমের সময় ট্রেনের সিটের ওয়েটিং লিস্ট (waiting seat) হয় বেশ দীর্ঘ। তাই তখন ট্রেনের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

সেই সময় ট্রেনের যাত্রীরা ফাইনাল চার্ট হওয়া অবধি অপেক্ষা করে তাদের টিকিট কনফার্ম হয়েছে কি না জানার জন্য। যদি কোনো যাত্রী খালি সিট পান তবে তাকে টিটিইর (TTE) সাথে কথা বলতে হয়। তবে বর্তমানে আর এত ঝামেলা পোহাতে হবে না আপনাকে। ফাইনাল চার্ট প্রকাশিত হওয়ার আগেই আপনি জানতে পারবেন ট্রেনে ফাঁকা সিট আছে কি না। আপনাকে খালি সিটের জন্য আর কথা বলতে হবে না টিটিই (TTE)-র সাথে। তবে এই তথ্য জানতে আপনাকে অবলম্বণ করতে হবে একটি বিশেষ পদ্ধতি।

এইভাবে পেতে পারেন ট্রেনের কনফার্ম টিকিট:

১. প্রথমে আপনি IRCTC মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।

২. তারপর ট্রেন Train অপশনে ক্লিক করুন।

৩. এরপর Chart Vacancy অপশনে ক্লিক করুন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৪. তারপর আপনি যে ট্রেনে করে ভ্রমণ করবেন সেই ট্রেনের নাম (Name of the Train) বা ট্রেনের নম্বর (Train Number) লিখুন এবং স্টেশনের নাম (Name of the Station) লিখুন।

৫. এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী ট্রেনের (Train) কোচ নির্বাচন করুন।

৬. আপনি ট্রেনটির (Train) উক্ত কোচের সকল খালি সিটের লিস্ট (Emty Sit list) দেখতে পাবেন।

৭. আপনি ট্রেনটিতে (Train) সেই খালি সিটের কাছে গিয়ে অপেক্ষা করুন এবং টিটিই (TTE) আসার পর সিটটি দেওয়া নিয়ে কথা বলুন।

৮. তারপর আপনি সেই সিটে বসে আরাম করে ভ্রমণ উপভোগ করুন।

আরও পড়ুন: ICDS Recruitment 2024: ১,৯০০ শূন্যপদে কর্মী অঙ্গনওয়াড়িতে নিয়োগ চলছে, বিস্তারিত জানুন

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: Business Idea: লাখ টাকা আয় করতে পারবেন ঘরে বসেই! এই ব্যবসা সম্পর্কে জেনে নিন