মাধ্যমিক পাশেই ৫,৬৯৬ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, কোন কোন পদে নিয়োগ হবে?(Indian Railway Recruitment 2024)
(২/৫) Indian Railway Recruitment 2024: বর্তমানে দেশজুড়ে ক্রমশ বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। Indian Railway-এর তরফ থেকে নতুন বছরেই প্রকাশিত হল চাকরির (Indian Railway Recruitment 2024) বিজ্ঞপ্তি। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) শূন্যপদে ৫,৬৯৬ জন কর্মী নিয়োগ করা হবে।
(২/৫) উক্ত পদে চাকরির জন্য প্রার্থীদের অবশ্যই নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ (Madhyamik) হবে। সেই সঙ্গে সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (National Council for Vocational Training)-এ ফিটার (Fitter), ইলেক্ট্রিশিয়ান (Electrician), অটোমোবাইল (Automobile), ইনস্ট্রুমেন্টেশন (Instrument) কিংবা সমতুল্য ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকতে হবে।
(৩/৫) আবেদনের জন্য আবেদনকারীর বয়সের সীমা হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। আবেদনকারী প্রার্থীদের আবেদন বাবদ ৫০০ টাকা মূল্য ধার্য্য করা হয়েছে। মহিলা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদনমূল্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে। উক্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া ২০২৪ সালের ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে যেটি চলবে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি অবধি।
(৪/৫) উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট (CBT), কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট (CBAT) নেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভ্যারিফিকেশন (Document Verification) এবং মেডিক্যাল পরীক্ষার (Medical Fitness) পর চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে করা হবে কর্মী নিয়োগ।
আরও পড়ুন: ICDS Recruitment 2024: ১,৯০০ শূন্যপদে কর্মী অঙ্গনওয়াড়িতে নিয়োগ চলছে, বিস্তারিত জানুন
(৫/৫) উক্ত পদের জন্য আবেদনকারীরা কলকাতা (Kolkata), মালদা (Malda), শিলিগুড়ি (Siliguri), গুয়াহাটি (Guwahati)-সহ অনেক শহরে করতে পারবেন চাকরি। উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীদের অবিলম্বে আবেদন জানানোর কথা বলা হচ্ছে। তবে আবেদন করার পূর্বে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখার পরামর্শ দেয় এই প্রতিবেদনটি।
আরও পড়ুন: IRCTC: কনফার্ম টিকিট না থাকলেও এক ক্লিকে মিলতে পারে সিট! কীভাবে জানুন
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন: Business Idea: লাখ টাকা আয় করতে পারবেন ঘরে বসেই! এই ব্যবসা সম্পর্কে জেনে নিন