Google Pay-র নয়া চুক্তি কেন্দ্রের সঙ্গে, এবার গ্রাহকেরা পাবেন দারুণ সুবিধা!
এবার থেকে ভারতীয়রা Google Pay-এর মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবে বিদেশে গিয়েও। অর্থাৎ ভারতীয়রা এবার থেকে বিদেশে গিয়ে google Pay-এর মাধ্যমে সরাসরি বিদেশি মুদ্রায় UPI পেমেন্ট করতে পারবেন। এই পরিষেবাটি কার্যকর করার উদ্দেশ্যে গত বুধবার NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL)-এর সাথে চুক্তিবদ্ধ হন কোম্পানি।
যদিও পূর্বে Phone Pay এবং Paytm-এর মাধ্যমে UPI পেমেন্ট করতে পারতেন ভারতীয়রা। অনুমান করা হয় যে, যারা প্রায়শই বিদেশ ভ্রমন করেন বা যে সমস্ত ব্যক্তি ব্যবসা করেন তাদের জন্য এই পদ্ধতি বেশ লাভদায়ক। Google Pay India-র ডিরেক্টর দীক্ষা কৌশল এই বিষয়টি সম্পর্কে বলেন, Google Pay সংস্থা NPCI-এর সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন।
UPI পেমেন্টকে আরও বেশি সুরক্ষিত করতে এবং সহজতর করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ভারতবাসী খুব সহজেই বিদেশি মুদ্রায় লেনদেন করতে পারবেন। যে সকল ব্যক্তি প্রায়শই বিদেশে পাড়ি দেন তাদের লেনদেনের জন্য আর বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক মুদ্রা কার্ডের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। তারা অনায়াসে Google Pay-এর মাধ্যমে লেনদেন করতে পারবেন।
বিদেশে UPI -এর ব্যবহার বাড়বে
অনুমান করা হচ্ছে যে, NPCI-এর সাথে Google Pay-র এই চুক্তির ফলে বিদেশে UPI লেনদেনের হার বৃদ্ধি পাবে। NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL)-এর CEO ঋতেশ শুক্লা জানান, ‘এই পার্টনারশিপ শুধু ভারতীয়দের জন্য বিদেশি লেনদেনকে সহজ করবে তাই নয়, ভারতের UPI ক্ষেত্রে আমাদের জ্ঞান এবং দক্ষতাকে অন্য দেশে প্রসারিত করার অনুমতিও দেবে।’
আরও পড়ুন: সরাসরি নিজের জেলাতেই অ্যাক্সিস ব্যাংকে নিয়োগ চলছে! রইল আবেদন পদ্ধতি (Axis Bank Recruitment 2024)
UPI পেমেন্ট নিরাপদ করতে কাজ করছে কেন্দ্র
অনলাইনের মাধ্যমে UPI পেমেন্টকে আরও বেশি সুরক্ষিত করে তোলার কাজ করছে NPCI, কেন্দ্রীয় সরকার (Central Government) এবং RBI। একটি পেমেন্ট উইন্ডো (Payment Window) ওপেন করা থেকে শুরু করে কিভাবে OTP-এর মাধ্যমে অর্থ লেনদেন করা যাবে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা চলে ৪ ঘণ্টা অবধি একটি বৈঠকে। অতি দ্রুত UPI লেনদেন হয়ে উঠবে অনেক বেশি সুরক্ষিত।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 মাত্র ২ টাকা দিয়েই মাসে ৩,০০০ টাকা পেয়ে যান! এভাবে নিন সরকারি স্কিমের ফায়দা
👉 ছোট্ট কাজটি করলেই লক্ষ্মীর ভাণ্ডারে হু হু করে টাকা ঢুকবে! উপায় জানাল রাজ্য সরকার