আপনার ফোন চুরি হয়ে গেলে খোঁজ পাবেন ঘরে বসেই! শুধু করতে হবে এই ছোট্ট কাজ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে মানুষের ফোন ছাড়া যেন এক মুহূর্ত চলে না। বর্তমানে ফোনে (Mobile) মানুষের অনেক গুরুত্বপূর্ণ নথি বা জিনিসপত্র থাকে। যে কারণে ফোন হারিয়ে গেলে মানুষ যেন দিশেহারা হয়ে পড়ে।

(২/৬) এবার থেকে যদি আপনার ফোনটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে আপনি তাড়াতাড়ি অনেক সহজে উপায়ে আপনার ফোনের লোকেশন ট্র্যাক ( Phone Location Track) করতে পারবেন। এই পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোন খুব সহজেই পেয়ে যাবেন।

(৩/৬) আপনার ফোনটি খুঁজে পাওয়ার ক্ষেত্রে গুগলের ফাউন্ড মাই ডিভাইস (Found My Device) এই অ্যাপটি খুব সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে। আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে এই অ্যাপটি ইন্সটল (Install) বা ডাউনলোড (Download) করতে হবে। তারপর এই অ্যাপটিকে আপনার ইমেইল অ্যাকাউন্টটের (Email Account) সঙ্গে লগইন (Log In) করতে হবে।

(৪/৬) এই অ্যাপের মাধ্যমে আপনি যে কেবলমাত্র আপনার ফোনটি ট্র্যাক (Phone Track) করতে পারবেন তাই নয়। আপনার বাড়িতে থাকা অন্যান্য মোবাইল ফোনও আপনি ট্র্যাক করতে পারবেন। আপনি যদি আপনার বাড়িতে থাকা অন্যান্য ফোনগুলির তথ্য নির্দিষ্ট প্রসেসে উক্ত অ্যাপে সেভ করেন তবে আপনি সব ফোন ট্র্যাক (Phone Track) করতে পারবেন।

আরও পড়ুন: Google Pay-র নয়া চুক্তি কেন্দ্রের সঙ্গে, এবার গ্রাহকেরা পাবেন দারুণ সুবিধা!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) আপনার ফোনে অ্যাপটি ইন্সটল (Install) করার পর ফোনের লোকেশন (Location) সর্বক্ষণ অন রাখতে হবে। উক্ত অ্যাপ এ রয়েছে একটি এলার্ট সিস্টেম (Alert System)। আপনার ফোনটি হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পর যখনই ফোনটি চালু করা হবে সেটিতে বেজে উঠবে একটি অ্যালার্ম

আরও পড়ুন: Wealth and Health: মাটিতে দেখে চলুন, ৬টি জিনিসে পা রাখলেই বিরূপ হবেন লক্ষ্মীদেবী! হু হু করে টাকা খরচ হবে, শরীরে বাসা বাধবে মারণ রোগ

(৬/৬) আপনার বাড়িতে যদি একাধিক স্মার্টফোন থেকে থাকে তবে বাড়ির অন্যদের স্মার্ট ফোনগুলি আপনার ইমেল অ্যাকাউন্ট (Email Account)-এর সঙ্গে লগইন করে রাখুন। এর ফলে যদি তার মধ্যে কোন একটি ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে আপনি তার তথ্য জানতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন