Wealth and Health: মাটিতে দেখে চলুন, ৬টি জিনিসে পা রাখলেই বিরূপ হবেন লক্ষ্মীদেবী! হু হু করে টাকা খরচ হবে, শরীরে বাসা বাধবে মারণ রোগ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ভোপালের একজন খ্যাতনামা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতানুসারে, ঈশ্বর সর্বত্র বিরাজ করেন, সমস্ত পৃথিবী মায়ের সমান। তাই চলার সময় এমন কিছু জিনিস পা দিয়ে চলে যাওয়া উচিত নয়। যেগুলি পারানো মানা বা নিষিদ্ধ। অন্যথায় আপনি হতে পারেন ক্ষতির সম্মুখীন। এই প্রতিবেদনে জেনে নিন কোন কোন জিনিস পা দিয়ে স্পর্শ করা অনুচিত।

তুলসী পাতা:

তুলসীর পাতা বিশেষ গুণাবলী রয়েছে। হিন্দু ধর্মে এই পাতার মাহাত্ম্য অনেক। এই পাতা দিয়ে একাধিক পুজো করা হয়। তাই তুলসী পাতায় পা দেওয়া নিষিদ্ধ। আপনি যে মাধ্যমটির মাধ্যমে অর্থ লাভ করেন সেটিতে কখনই পা দেওয়া ঠিক নয় এটি কঠোর ভাবে নিষিদ্ধ।

শঙ্খ খোল:

পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মত অনুসারে, ভগবান প্রতিটি কণায় বিরাজমান। শঙ্খতে কখনোই পা দেওয়া উচিত নয়। শঙ্খতে স্বয়ং ধনদেবী লক্ষ্মী দেবীর অধিষ্ঠান। সেজন্য শঙ্খ পা দিয়ে স্পর্শ করলে আপনার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল।

ঝাড়ু:

ঝাড়ু পা দিয়ে পারানো কঠোর ভাবে নিষিদ্ধ। অনুমান করা হয় ঝাড়ুতে লক্ষ্মী দেবী অধিষ্ঠান করেন, ঝাড়ু দারিদ্রতা দূর করে। যে জন্য ধনতেরাস উৎসবের সময় ঝাড়ু কেনার কথা বলেন।

আরও পড়ুন: Vastu Tips: এই ৫ জিনিস আজই দূর করুন বাড়ি থেকে নিজের ভাল চাইলে, এর জন্যই জীবনে আসছে না টাকা আর উন্নতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

পিতলের পাত্র:

পিতলের পাত্র সূর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই পিতলের পাত্র কখনো পা দিয়ে স্পর্শ করা ঠিক নয়। এর ফলে আপনার চন্দ্র দুর্বল হতে পারে এবং আপনি শারীরিক অসুস্থতার শিকার হতে পারেন।

গরু:

হিন্দু ধর্মে গরুকে (Cow) মাতৃরূপে পূজা করা হয়। তাই গরুর গায়ে পা দিয়ে স্পর্শ করা পাপ। গরুর গায়ে পা দিয়ে স্পর্শ করলে বুদ্ধি ভ্রষ্ট হয়।

আরও পড়ুন: আর ৫০০ বা ১০০০ টাকা নয়, এবার মাসে ৯০০০ টাকা পাওয়া যাবে, বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের

খাদ্য ও পানীয় খাবার:

খাদ্যপানীয় খাবার পা দিয়ে পারানো অনুচিত। এছাড়াও পূজোর সামগ্রীতে কখনো ভুল করে হলেও পা দিয়ে পারানো উচিত নয়।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন