মাত্র ২ টাকা দিয়েই মাসে ৩,০০০ টাকা পেয়ে যান! এভাবে নিন সরকারি স্কিমের ফায়দা
(১/৭) ভারত সরকারের (Government Of India) তরফ থেকে অসংগঠিত ক্ষেত্রে স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য কর্ম বিরতির নেওয়ার পর পেনশনের (Pension) ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (Pradhan Mantri Shram Yogi Maan-dhan)। এই প্রকল্পটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন স্কিম। বর্তমানে ৪৫ লক্ষেরও বেশি মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন।
(২/৭) আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন এবং আপনার আপনার বয়স যদি হয় ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে তবে আপনি এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে আপনার ৬০ বছর বয়সের পর যতদিন বাঁচবেন ততদিন অবধি আপনি মাসে ৩,০০০ টাকা পেনশন পাবেন। জন ধন অ্যাকাউন্ট বা যোজনার অধিনস্ত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। এই প্রতিবেদনটি সম্পর্কে জানুন বিস্তারিত।
(৩/৭) এই প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকগণ যথা- গৃহকর্মী, রাস্তার বিক্রেতা, মিড ডে মিল কর্মী, হেড লোডার, ইট ভাটা শ্রমিক, মুচি, আবর্জনা বাছাইকারী, ধোপা, রিকশাচালক, ভূমিহীন শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিকরাও অন্তর্ভুক্ত হতে পারবেন। যে সমস্ত অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের আয় ১৫,০০০ টাকার বেশি নয় তাদের এই সুবিধা প্রদান করা হবে।
(৪/৭) এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা মাসে ৩০০০ টাকা করে বছরে ৩৬,০০০ টাকা পেনশন পাবেন। তবে যে সকল ব্যক্তি EPFO, NPS বা ESIC-এর তারা উক্ত প্রকল্পের আওতায়ভুক্ত হতে পারবেন না। এছাড়াও যিনি আয়কর রিটার্ন দাখিল করেন তিনিও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।
বৈঠকে। অতি দ্রুত UPI লেনদেন হয়ে উঠবে অনেক বেশি সুরক্ষিত।
(৫/৭) আপনি যদি একজন ১৮ বছর বয়সী ভারতীয় হয়ে থাকেন তবে আপনাকে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (Pradhan Mantri Shram Yogi Maan-dhan)-র অধীনে আপনাকে ৬০ বছর বয়সী অবধি প্রতি মাসে ৫৫ টাকা করে জমাতে হবে।
আরও পড়ুন: এই ছোট্ট কাজটি করলেই লক্ষ্মীর ভাণ্ডারে হু হু করে টাকা ঢুকবে! উপায় জানাল রাজ্য সরকার
(৬/৭) তবে যদি আপনার বয়স ২৯ বছর হয় তবে আপনাকে এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে। আর যদি আপনার বয়স ৪০ বছর হয় তবে আপনাকে প্রতি মাসে ২০০ টাকা জমা করতে হবে। আপনি যে পরিমাণ অর্থ এই প্রকল্পে জমা করবেন সরকারের তরফ থেকেও সম পরিমাণ অর্থ জমা করা হবে।
আরও পড়ুন: Money Making Tips: মাত্র ১০ বছরে কোটিপতি জেনে নিন কীভাবে সম্ভব
(৭/৭) প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (Pradhan Mantri Shram Yogi Maan-dhan)-এর অন্তর্ভুক্ত হওয়ার জন্য আধার কার্ড (Aadhar Card) এবং ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account)/ জন ধন অ্যাকাউন্ট (Jan Dhan Account) এবং তার IFSC কোড প্রয়োজন। আপনার যদি জন ধন অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনি সহজেই এই প্রকল্পের আয়তভুক্ত হতে পারবেন। উক্ত প্রকল্পের জন্য নতুন করে কোন ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। আর প্রয়োজন আপনার মোবাইল নম্বরের (Mobile Number)।