প্রজাতন্ত্র দিবসের ‘উপহার’, ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য বড়ো ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ
(১/৬) আজ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে (Republic Day) ভারতের প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron)। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron) ভারতের মাটিতে দাঁড়িয়ে ফ্রান্সে গিয়ে শিক্ষা গ্রহণে ইচ্ছুক ভারতীয় পড়ুয়াদের জন্য ঘোষণা করলেন সুখবর। বহু মানুষ উক্ত ঘোষণাকে প্রজাতন্ত্র দিবসে (Republic Day) মাকরেঁর ‘উপহার’ বলে বিবেচিত করেছেন।
(২/৬) শুক্রবার অর্থাৎ ২৬ জানুয়ারি, সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron) ঘোষণা করেন, ৩০ হাজার ভারতীয় পড়ুয়াদের ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে ২০৩০ সালের মধ্যে। এটি পরিমাণে অনেক বেশি হলেও, ফ্রান্স এই পরিমাণ সুযোগ প্রদানের জন্য প্রতিশ্রুতি দিয়েছে।
(৩/৬) প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron) জানান, ভারতীয় পড়ুয়াদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের জন্য একাধিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে। যারা ফরাসি ভাষায় তেমন দক্ষ নন তারাও সেখানে গিয়ে শিক্ষা নিতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাষা যাতে কোন বিঘ্ন সৃষ্টি না করে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
(৪/৬) উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভারত ও ফ্রান্স যুগ্ম উদ্যোগে এই কাজটি সম্পন্ন করবে বলে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron) আরও বলেন, ফ্রান্সে শিক্ষারত ভারতীয়দের ভিসা প্রক্রিয়া সরল করার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: ৫ লাখ টাকা আয় করুন ২ টাকার কয়েন থেকে, জেনে নিন পদ্ধতি
(৫/৬) প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে গত বৃহস্পতিবার দিন ভারতে এসেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron)। যদিও তিনি প্রথমে নামেন রাজস্থানে। রাজস্থানের জয়পুরের অন্যতম ঐতিহাসিক স্থান অম্বর দুর্গ বা রাজপ্রাসাদ পরিভ্রমণ করেন। এরপর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে একটি আলোচনা সভা হয়। নরেন্দ্র মোদির দ্বিতীয় দফায় মন্ত্রিত্বে কোনো বিশিষ্ট বিদেশি নেতার সঙ্গে এই আলোচনায় শেষ আলোচনা সভা।
(৬/৬) ২০২৩ সালের জুলাই মাসে ফ্রান্সে যান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। তিনি সে সময় ফ্রান্সের জাতীয় দিবস অর্থাৎ বাস্তিল দিবস উদযাপনের ফ্রান্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে (Republic Day) প্রধান অতিথি হিসাবে ভারতে আসেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron)।