SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ও কী ভাবে পাবেন? বড় সিদ্ধান্ত রাজ্যের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

SVMCM Scholarship: মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যাতে আর্থিক সমস্যা না হয় সেজন্য বহু স্কলারশিপ দানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার (State Government)। রাজ্য সরকারের (State Government) তরফ থেকে শিক্ষার্থীদের দেওয়া হয় স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2024)। ২০২৩-২০২৪ অর্থবর্ষে এই এই স্কলারশিপে অর্থ প্রদানের বাজেট বৃদ্ধি করা হয়েছে। উক্ত স্কলারশিপ প্রকল্পের জন্য নির্ধারিত হয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা

কবে পাওয়া যাবে এই স্কলারশিপের টাকা? কী বলছে নবান্ন?

সূত্রের খবর অনুযায়ী, এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে যে প্রক্রিয়াটি চলবে ফেব্রুয়ারি মাস অবধি। প্রশাসনিক মহল থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী, উক্ত স্কলারশিপের (Swami Vivekananda Scholarship 2024) জন্য যোগ্য শিক্ষার্থীরা যাতে মার্চ মাসের মধ্যেই প্রাপ্ত স্কলারশিপের টাকা তাদের নির্ধারিত অ্যাকাউন্টে (Bank Account) টাকা পেতে পারে সেই চেষ্টায় চলছে।

কী ভাবে স্করালশিপ দেওয়া হয়?

এই স্কলারশিপের জন্য আবেদন করার দুটি পদ্ধতি আছে যথা- ১. আবেদন (Fresh Application), ২. পুনর্নবীকরণ (Renewal)। সামনে কিছুদিনের মধ্যেই কয়েকটি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ফল প্রকাশিত হবে। অনুমান করা হচ্ছে এই ফল প্রকাশের পরই আবেদনকারীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। মেডিক্যাল (Medical), ইঞ্জিনিয়ারিং (Engineering), পলিটেকনিক (Polytechnic), উচ্চ মাধ্যমিকে (HS) পাঠরত ছাত্র-ছাত্রীরাও এই স্কলারশিপের (SVMCM Scholarship) জন্য আবেদন করতে পারবে।


স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে
(SVMCM Scholarship) আবেদন করার জন্য শিক্ষার্থীকে তার সর্বশেষ পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে। যদিও পূর্বে এই নম্বরের পরিমাণ ছিল ৭৫ শতাংশ। আবেদনের ক্ষেত্রে এই শতাংশের হার কমানোই আবেদনকারী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকারের (State Government) তরফ থেকে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে যাতে কোন ছাত্র-ছাত্রীর আর্থিক সমস্যার জন্য পড়াশোনায় কোনো ক্ষতি না হয়।

আরও পড়ুন: ফ্রি-তে iPhone 15 দিচ্ছে Paytm! এভাবে নিন ফায়দা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কোন অর্থবর্ষে কত টাকা এই স্কলারশিপের জন্য বরাদ্দ করেছে রাজ্য?

২০২২-২৩ অর্থবর্ষে উক্ত স্কলারশিপের জন্য রাজ্য সরকারের খরচ হয় ১৪০০ কোটি টাকা। যদিও বিগত বছর উক্ত স্কলারশিপের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ১১০০ কোটি টাকা। একজন সরকারি আধিকারিকের কথা অনুসারে, যদি কোন শিক্ষার্থী এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য হয়ে থাকে তবে সে আবেদন করতে পারে। এবারে স্কলারশিপ এর জন্য বরাদ্দ অর্থের পরিমাণ খরচ হয়ে গেলেও সেই অর্থের পরিমাণ বর্ধিত করা হয়েছে।

আরও পড়ুন: Business Idea: কোটি টাকা আয় করুন এই ব্যবসা করে! দরকার পড়বে না চাকরি করার

অনুমান করা হচ্ছে এই স্কলারশিপ এর ফলে একাধিক পড়ুয়া উপকৃত হবে। রাজ্য সরকার (State Government) শিক্ষার্থীদের জন্য যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) ব্যবস্থা করেছে সেখানেও পড়বার আবেদন জানাতে পারে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন