রেলের নিয়মে বিরাট বদল! এই কাজ না করলে আর পাবেন না টিকিট, IRCTC-এর নয়া নির্দেশিকা জারি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) IRCTC New Guidelines: এদেশের কোটি কোটি জনগণ যাতায়াতের জন্য ভারতীয় রেল ব্যবস্থার (Indian Railways) উপর নির্ভরশীল। লোকাল ট্রেন হোক বা দূর পাল্লার ট্রেন খুব কম খরচে গন্তব্য পৌঁছে দেয় আমাদের। আপনিও যদি যাতায়াতের জন্য রেল ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে থাকেন, তবে আজকের এই প্রতিবেদনে জেনে নিন ভারতীয় রেল ব্যবস্থার তরফ থেকে চালু হওয়া নতুন একটি নিয়ম সম্পর্কে।

(২/৬) এই উন্নত প্রযুক্তির যুগে প্রায় সবকিছুই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যায়। বর্তমানে বহু মানুষ অনলাইনের মাধ্যমে রেলের টিকিট কেটে থাকেন। ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে প্রথমে যেতে হবে IRCTC-এর অ্যাপে বা IRCTC-র অফিসিয়ালি ওয়েবসাইটে। বহু মানুষ দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার সময় Indian Railways Catering and Tourism Services-এর ওয়েবসাইটে যান।

(৩/৬) বর্তমানে IRCTC ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে করলো নিয়মের বদল। এই নিয়মে সম্পর্কে আপনি যদি জেনে না থাকেন তবে টিকিট কাটতে গিয়ে আপনি সমস্যার মুখে পড়তে পারেন। IRCTC-এর তরফ থেকে চালু করা নয়া নিয়ম অনুসারে, আপনি যদি টিকিট কাটেন তবে আপনাকে আবার থেকে করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই। যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই না করে থাকেন তবে পড়তে পারেন বিপদে।

(৪/৬) টিকিট কাটার পূর্বে আপনাকে মোবাইল নম্বর (Mobile Number) ও ইমেইল আইডি (E-mail ID) ভেরিফাই করানো আবশ্যক। আপনি যদি আপনার মোবাইল নম্বর ও ইমেইল আইডি যাচাই না করান তবে IRCTC-এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন না। সাধারণত যে সমস্ত ব্যক্তি অনেকদিন যাবৎ অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটেননি তাদের জন্য এই নিয়মটি বলবৎ হবে।

আরও পড়ুন: Jio Recharge Plans: ১৫০ টাকারও কমেই এই রিচার্জ প্ল্যানে পাবেন ১২টি OTT সাবস্ক্রিপশন!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

অ্যাকাউন্ট ভেরিফাই করার পদ্ধতি:

(৫/৬) অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্রথমে আপনাকে খুলতে হবে IRCTC-এর অ্যাপ বা IRCTC-র অফিসিয়ালি ওয়েবসাইট। এরপর আপনি সেখানে ভেরিফিকেশন উইন্ডোতে নামক অপশনটি সিলেক্ট করে ট্যাব করুন। তারপর সেখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার (Mobile Number) ও ই-মেইল আইডি (E-mail ID) লিখুন।

আরও পড়ুন: Indian Bank Recruitment 2024: ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ! বেশি দিন নেই, রইলো আবেদন পদ্ধতি

(৬/৬) তারপর সেখানে থাকা Verify/Verification অপশনে ট্যাব করুন। এরপর আপনার মোবাইল নাম্বার (Mobile Number) ও ই-মেইল আইডি (E-mail ID)-তে আসা OTP সেখানে লিখুন। এরপরই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই (Account Verify) হয়ে যাবে।

আরও পড়ুন: Astrology 2024: আচমকা টাকা আসবে, দারুণ উন্নতি চাকরিতে, কপাল খুলবে এই রাশির জাতকদের

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন