IAS-এর চাকরি ছেড়ে এই ব্যাক্তি আজ সফল কোটিপতি উদ্যোক্তা ও ইউটিউবার! জেনে নিন তাঁর সফলতার কাহিনী

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) Vikas Divyakirti Success Story: UPSC পরীক্ষায় পাস করা মোটেও সহজ নয়। ভারতবর্ষের টাফেস্ট এক্সাম UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছেড়ে দিয়েছেন সেই চাকরি। এমন নজির গড়লেন ডক্টর বিকাশ দিব্যকীর্তি (Vikas Divyakirti) । অনলাইন মাধ্যমে শিক্ষক হিসাবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তিনি পরবর্তী প্রজন্মের পথ প্রদর্শক হিসাবে কাজ করছেন।

(২/৫) ১৯৭৩ সালে হরিয়ানার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জনগ্রহন করেন ডক্টর বিকাশ দিব্যকীর্তি (Vikas Divyakirti) । তাঁর পিতা ছিলেন পেশায় মহাঋষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের হিন্দি সাহিত্যের অধ্যাপক। মা ছিলেন পেশায় একজন শিক্ষিকা। তাঁর বড় দুই দাদা আছেন। তাঁদের একজন পেশায় আমেরিকায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার অন্যজন সিবিআই (CBI)-এর ডিআইজি (DIG)।

(৩/৫) বিকাশ দিব্যকীর্তি (Vikas Divyakirti) হিন্দি (Hindi) এবং ইংরেজিতে (English) স্নাতক ডিগ্রি অর্জন করার পর এমএ(MA), এমফিল (MPhil) এবং পিএইচডি (PHD) করছেন। পড়াশুনা শেষ করে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কাজ করে। বাড়ির লোকের অনুরোধে তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। ১৯৯৪ সালে তিনি UPSC পরীক্ষায় ৩৮৪ তম স্থান অধিকার করেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রক দপ্তরে কাজ করার পর তিনি (IAS Officer Vikas Divyakirti) বুঝতে পারেন তিনি যে পেশায় নিযুক্ত আছেন সেটি তাঁর জন্য সঠিক নয়।

(৪/৫) IAS-এর চাকরিতে ইস্তফা দিয়ে তিনি পুনরায় শিক্ষকতা শুরু করেন। ১৯৯৯ সালে দিল্লির মুখার্জি নগরে ‘দৃষ্টি আইএএস কোচিং সেন্টার’ নামক কোচিং সেন্টার খুলে পড়ানো শুরু করেন। ব্রতমনে তাঁর সংস্থায় প্রায় ১,৮০০ জন মানুষ চাকরি করেন। আজ তিনি একজন কোটিপতি উদ্যোক্তা, ২৬ হাজার কোটির সংস্থার মালিক। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে। মুহূর্তেই ভাই। রাল হয় তাঁর লেকচারের ক্লিপ ভিডিও। ৬০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। তাঁর নিজের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ২.৯৫ মিলিয়ন। তাঁর প্রতিষ্ঠিত কোচিং সেন্টারের সাবস্ক্রাইবারের সংখ্যা ১১ মিলিয়নেরও অধিক।

আরও পড়ুন: ৯,০০০ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন (RRB Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৫) সম্প্রতি মুক্তি পাওয়া বিক্রান্ত ম্যাসির ‘12th Fail’ মুভিতে নিজের চরিত্রতেই অভিনয় করেছেন বিকাশ দিব্যকীর্তি (Vikas Divyakirti)। দেশের আগামী প্রজন্মকে অর্থাৎ ভবিষ্যতকে ছবিতে এবং ছবির বাইরে বাস্তবেও অনুপ্রাণিত করে চলেছেন বিকাশ দিব্যকীর্তি

আরও পড়ুন: ১০ টিপস জীবনে সফল হওয়ার, বোর্ড পরীক্ষার আগে মনের জোর বাড়ানোর সহজ উপায়

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন