Job News: চাকরি নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! কোন কোন পদে চাকরি?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) লোকসভা নির্বাচনের পূর্বেই রাজ্যেজুড়ে কর্মসংস্থানের বড়ো ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মালদহে অনুষ্ঠিত এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, , ”অনেক স্কুল শিক্ষক নিয়োগ হবে (Teacher Recruitment), অনেক কনস্টেবল (Constable Recruitment) নেওয়া হবে। অনেক নার্স (Nurse Recruitment) নেওয়া হবে। খবর রাখবেন। নির্দিষ্ট ভাবে আবেদন করবেন।” কেন্দ্রীয় সরকারের (Central Government) বিপক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে ধরনায় অবতীর্ণ হতে চলেছেন, সেই কথাও স্পষ্ট ভাবে জানিয়ে তিনি তার সমর্থনকারী দলের নেতাদের নির্দেশ দেন।

(২/৫) উক্ত সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এও বলেন যে, ”৩ ফেব্রুয়ারি রেড রোডে আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সবাইকে নিয়ে আসবেন। তাদের যাতায়াতের খরচ দিয়ে দেবেন। ৩ তারিখ বেলা ১টার মধ্যে চলে আসবেন।”

(৩/৫) উক্ত সভায় বক্তৃতায় তিনি (Mamata Bandopadhyay) আরও বলেলেন, ”আমি দেখছি কত ধানে কত চাল। আমাকে সিপিআইএম (CPIM) প্রচুর মেরেছে। আমি তাই সিপিআইএম (CPIM)-কে কোনও দিন ক্ষমা করব না। তাই সিপিআইএম-এর সঙ্গে যারা ঘর করে, তাদের আমি ক্ষমা করি না। আমি কংগ্রেসকে বললাম দুটো সিট দিচ্ছি। তোমাদের জিতিয়ে আনব। বলল, না, আমাদের অনেক চাই। ওরা আগে সিপিআইএম-এর হাত ছাড়ুক।”

(৪/৫) এই সময়ে কংগ্রেস (Congress) দলীয়দের সঙ্গে খুব একটা সুসম্পর্ক বজায় থাকছে তৃণমূল (TMC) দলীয়দের। সুসম্পর্ক গড়ে না ওঠার পিছনে তৃণমূল নেত্রী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথা তুলে ধরেছেন। গতদিন মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জেলা মালদহে অনুষ্ঠিত এক সভায় বক্তৃতা দিলেন তৃণমূল (TMC) কর্ণধর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)।

আরও পড়ুন: LPG Cylinder Rate: ফেব্রুয়ারিতেই বেড়ে গেলো LPG সিলিন্ডারের দাম! রান্নার গ্যাসের দাম কত এখন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৫) উক্ত বক্তৃতা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Bandopadhyay)বলেন, “পরপর দুটো সিটে কংগ্রেস (Congress) জিতেছে। কী করেছে কংগ্রেস (Congress) এখানে, বলুন তো আপনারা। বরকত দা কংগ্রেসের জন্য করেছেন। তারপর কী করেছে? ওঁর পরিবার ভোট দাঁড়াবে নাকি সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কংগ্রেস সিপিআইএম-এর হাত মিলিয়ে বিজেপিকে শক্তিশালী করছে।”

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে আছে লক্ষ্মী-নারায়ণ যোগ, এই ৩ রাশি পাবেন প্রচুর টাকা ও উন্নতি

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: দ্রুত শেষ হয়ে যাচ্ছে ইন্টারনেট ডেটা? রইল ৪টি গোপন কৌশল