Double Your Money: আপনার টাকা হবে দ্বিগুণ! SBI-এর এই স্কিম সম্পর্কে জেনে নিন
(১/৭) SBI Fixed Deposit Scheme: বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে একাধিক প্রতারণা মূলক ফাঁদ পাতা রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বেশি পরিমাণে অর্থ ফেরতের কথা থাকলেও সেই পরিমান রিটার্ন বাস্তবে পরিণত হয় না। এমন প্রতারণায় জড়িয়ে বিনিয়োগকারীরা সঞ্চিত অর্থ হারিয়ে ফেলেন।
(২/৭) বেশি পরিমাণ অর্থ ফেরত পাওয়ার আশায় বিনিয়োগকারীরা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন। তবে এক্ষেত্রে সর্বদা স্মরণে রাখা উচিত যে শেয়ার মার্কেট একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। কারণ এখানে শেয়ারের দাম সর্বদা ওঠা-পড়ার উপর নির্ভর করে।
(৩/৭) এই দিক দিয়ে বিচার করলে বিনিয়োগকারীদের ভরসার একমাত্র বিনিয়োগ মাধ্যম হলো ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। এখানে অর্থ ফেরতের ১০০% নিশ্চয়তা রয়েছে। আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে। বর্তমানে একাধিক ব্যাংকেই ফিক্স ডিপোজিট-এর ওপর রয়েছে চড়া সুদের হার।
(৪/৭) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিট স্কিম (SBI Fixed Deposit Scheme)-এর মাধ্যমে লাভবান হতে পারেন বিনিয়োগকারীরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) বিনিয়োগকারীদের ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্স ডিপোজিটে (Fixed Deposit) অর্থ প্রদানের সুবিধা দেয়। মেয়াদের ওপর নির্ভর করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ নাগরিকদের ফিক্স ডিপোজিট (Fixed Deposit)-এর ওপর ৩ শতাংশ থেকে ৬.৫ শতাংশ অবধি সুদের হার প্রদান করে। প্রবীণ নাগরিকদের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ অবধি সুদের হার প্রদান করে।
(৫/৭) আজকের এই প্রতিবেদনে জেনে নিন আপনি কিভাবে স্টেট ব্যাংক ইন্ডিয়ার ফিক্স ডিপোজিটের (SBI Fixed Deposit) মাধ্যমে ১০ লক্ষ টাকাকে দ্বিগুণ অর্থ অর্থাৎ ২০ লক্ষ টাকায় রূপান্তর করতে পারবেন।
আরও পড়ুন: দ্রুত শেষ হয়ে যাচ্ছে ইন্টারনেট ডেটা? রইল ৪টি গোপন কৌশল
(৬/৭) আপনি যদি স্টেট ব্যাংকে (SBI) ১০ বছরের মেয়াদে ১০ লক্ষ টাকা ফিক্স ডিপোজিট (Fixed Deposit) করেন, তবে এসবিআই এফডি (SBI FD) ক্যালকুলেটর অনুযায়ী, আপনি উক্ত বিনিয়োগের উপর ৬.৫ শতাংশ বার্ষিক সুদের হার পাবেন। অর্থাৎ ১০ বছর পর আপনার মোট অর্থের পরিমাণ হবে ১৯,০৫,৫৫৮ টাকা। উক্ত সুদের হারে বিনিয়োগ করা অর্থের উপর সুদ পাবেন ৯০৫,৫৫৮ টাকা।
আরও পড়ুন: Budget 2024 Mobile Phones: মোবাইল ফোন সস্তা হচ্ছে? বড় সিদ্ধান্ত মোদী সরকারের
(৭/৭) তবে আপনি যদি প্রবীণ নাগরিক (Senior Citizen) হয়ে থাকেন এবং ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকা স্টেট ব্যাংকে ফিক্স ডিপোজিট (SBI Fixed Deposit) করেন। তাহলে আপনি নিয়ম অনুযায়ী, বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। উক্ত সুদের হারে মেয়াদ শেষে আপনার মোট সুদের পরিমাণ হবে ১১,০২,৩৪৯ টাকা। আর মেয়াদ শেষে মোট অর্থের পরিমাণ হবে ২১,০২,৩৪৯ টাকা।