দ্রুত শেষ হয়ে যাচ্ছে ইন্টারনেট ডেটা? রইল ৪টি গোপন কৌশল

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) প্রয়োজনে ফোনে থাকছে না ইন্টারনেট (Internet)। আবার নতুন ডেটা প্যাক (Data Pack) কিনলেন নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। সচরাচর এমন সমস্যা অনেকের ফোনেই দেখা যায়। আজকের এই প্রতিবেদনে এই সমস্যার সমাধানের উপায় সম্পর্কে।

(২/৬) বর্তমানে স্মার্টফোন (Smart Phone) ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। আর ইন্টারনেট বিহীন স্মার্টফোন যেন অচল। স্মার্টফোনে যদি ইন্টারনেট থাকে তবে সারাদিন কিভাবে কেটে যায় বোঝাই মুশকিল। কিন্তু ফোনে একাধিক সময়ই প্রয়োজনে ডেটা শেষ হয়ে যায়। এক্ষেত্রে যাদের বাড়িতে ওয়াইফাই (WiFi) কানেকশন রয়েছে তাদের ব্যাপার ভিন্ন। তবে যাদের কাছে মোবাইল ডেটা (Mobile Data) একমাত্র অপশন তাদের কাছে ডেটা শেষ হয়ে যাওয়া বড় দুশ্চিন্তার।

(৩/৬) সারাদিন কিভাবে ডেটা ব্যবহার করলে গোটা দিন ডেটা (Internet Data) বজায় থাকবে? এবং প্রয়োজনের সময় ডেটা ঠিকঠাক ব্যবহার পারবেন? এই প্রতিবেদনে জানাবো এমন ৪টি পদ্ধতি সম্পর্কে যেগুলি অনুসরণ করলে আপনি অনায়াসে গোটা দিন ডেটা ব্যবহার করতে পারবেন। আর নতুন করে ডেটা রিচার্জ (Data Recharge)করার প্রয়োজন হবে না।

(৪/৬) অতিরিক্ত ডেটা লাগে এমন অ্যাপের ব্যবহার এড়িয়ে চলুন। বহু মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্মে ভিডিও (Video) দেখে অতিরিক্ত ডেটা ব্যবহার করে ফেলেন, এটি কমিয়ে ফেলুন। অতিরিক্ত বিজ্ঞাপন (Advertisement) দেখানো অ্যাপ গুলির ব্যবহার থেকে বিরত থাকুন।

আরও পড়ুন: Budget 2024 Mobile Phones: মোবাইল ফোন সস্তা হচ্ছে? বড় সিদ্ধান্ত মোদী সরকারের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) ডেটা ব্যবহারের লিমিট (Data Using Limit) নির্বাচন করুন। এটি ইন্টারনেট সঞ্চয় করার একটি দুর্দান্ত কৌশল। এটি করতে আপনাকে ডেটা ব্যবহার বিকল্প অপশনে ট্যাব করতে হবে। সেখানে আপনি Information Cutoff এবং Charging Cycle অপশন পাবেন সেখানে ট্যাব করুন। উক্ত অপশন থেকে আপনি ডেটা ব্যবহারের সীমা (Data Using Limit) সেট করতে পারবেন। আপনি যদি প্রত্যহ ১.৫ জিবি করে ডেটা ব্যবহার করতে চান তবে সেটি সেট করুন। নির্ধারিত ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: IAS-এর চাকরি ছেড়ে এই ব্যাক্তি আজ সফল কোটিপতি উদ্যোক্তা ও ইউটিউবার! জেনে নিন তার কাহিনী

(৬/৬) একাধিক ক্ষেত্রে এমন হয় যে, ফোনের ব্যাকগ্রাউন্ডে (Background) একাধিক অ্যাপ সক্রিয় থাকে। আপনার অগোচরের বাইরে উক্ত অ্যাপগুলি নিজে থেকেই আপডেট (App Update) নিয়ে নেয়। এটি বন্ধ করার জন্য সেটিংসে যান। সেখানে গিয়ে অনলি ওয়াইফাই অটো আপডেট (WiFi Auto Update) অপশনটি নির্বাচন করুন। এই অপশনটি নির্বাচন করার ফলে আপনার ফোনটি যখন ওয়াইফাই কানেকশনের সংযোগে আসবে তখনই অ্যাপ আপডেট (App Update) হবে। আপনার মোবাইল ডেটার (Mobile Data) ব্যবহার অনেক কমিয়ে দেয় এই ডেটা সেভার মোড অপশনটি।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন