ভুলেও গুগলে যেসব বিষয় সার্চ করবেন না! সমস্যায় পড়তে পারেন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Google Search: কখনো ভুলেও Google-এ সার্চ করা উচিত নয় এই বিষয়গুলি। বর্তমানে উন্নত টেকনোলজির যুগে আমাদের কিছু জানার দরকার হলেই কারোর কাছে শোনবার বদলে সবার আগে আমরা গুগল সার্চ (Google Search) করি। সঙ্গে সঙ্গে আমরা আমাদের কাঙ্খিত তথ্য গুগল থেকে পেয়ে যাই। কিন্তু বর্তমানে কিছু প্রতারকগণ গুগল সার্চ-এর মাধ্যমে মানুষদের প্রতারণার ফাঁদের ফেলছে। নিজেদের দরকারে সার্চ করতে গিয়ে একাধিক সময় প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। তাই Google Search-এর ক্ষেত্রে এই পাঁচটি জিনিস এড়িয়ে চলুন। কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন জানুন বিস্তারিত।

অ্যাপ ও সফটওয়্যার (App And Software):

এমন একাধিক মানুষ আছেন যারা সরাসরি গুগল সার্চে গিয়ে অ্যাপ ও সফটওয়্যার (App And Software) সার্চ করেন। এরমধ্যে এমন কিছু অ্যাপ থাকে যেগুলি গুগল প্লে স্টোরে (Google Play Store) অ্যাভেলেবেল নয়। তবে এভাবে ডট এপিক ফাইল ডাউনলোডের ক্ষেত্রে অনিশ্চিতা রয়ে যায়। অজানা সাইট থেকে অ্যাপের আকারে আপনার অজান্তেই ইন্সটল হয়ে যেতে পারে ম্যালওয়্যার। একবার আপনার ডিভাইসের ম্যালওয়্যার ইন্সটল হয়ে গেলেই আপনি হতে পারেন প্রতারনার শিকার।

ব্যাংকিং সংক্রান্ত যে কোন লিংক (Any Type Banking Link):

গুগল সার্চ (Google Search)-এর মাধ্যমে কোন ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করার আগে সতর্ক থাকুন। কারণ ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করে আপনি হতে পারেন দেউলিয়া। তাই যে কোন ব্যাংকিং ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েব অ্যাড্রেস টাইপ করে তারপর সেটিতে প্রবেশ করুন। অন্যথায় উক্ত ব্যাংকটির অ্যাপ ব্যবহার করুন। অনলাইন ট্রানজেকশনের সময়ও সতর্কতা অবলম্বন করুন।

ওষুধ ও চিকিৎসা (Medicine And Checkup):

গুগল সার্চ (Google Search) করে নিজে থেকে ওষুধ (Medicine) না কেনাই শ্রেয়। সচরাচর টুকটাক অসুস্থতার জন্য প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে গুগলের সাহায্য নিতেই পারেন। কিন্তু গুগল সার্চের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশ করে চিকিৎসক হয়ে ওঠা একদম উচিত নয়। গুগল সার্চের মাধ্যমে আচমকা কোনো ওষুধ, সাপ্লিমেন্টও কেনা উচিত নয়।

আরও পড়ুন: Teacher Recruitment 2024: ৫,১১৮ শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কাস্টমার কেয়ার নম্বর (Customer Care Number):

আপনি কোনো পণ্য অনলাইন থেকে কিনে সেটি পছন্দ না হওয়ায় রিটার্ন করেছেন এবং রিফান্ড নিতে চান। কিন্তু ২ দিন অতিবাহিত হওয়ার পরও রিফান্ড পাননি। এমত অবস্থায় আপনি গুগল সার্চের মাধ্যমে উক্ত উক্ত সংস্থার কাস্টমার কেয়ার নম্বরটি খুঁজবেন না। তাহলেই পড়তে পারেন প্রতারনার ফাঁদে। উক্ত সংস্থার মতোই নকল ওয়েবসাইট খোলা থাকতে পারে। উক্ত ওয়েবসাইটে থাকা ভুল নম্বরে ফোন করলে আপনি হতে পারেন প্রতারনার শিকার।

শেয়ার বাজার, ট্রেডিং-এর বুদ্ধ (Stock Market, Trading Buddha):

আপনি গুগল সার্চে (Google Search) গিয়ে শেয়ার মার্কেট এবং ট্রেডিং বুদ্ধ সম্পর্কে সার্চ করলে একাধিক ওয়েবসাইট পাবেন। তবে নির্ধারিত এবং সচরাচর পরিচিত কিছু ওয়েবসাইট ছাড়া অন্যান্য ওয়েবসাইটে দেওয়া তথ্য না গ্রহণ করায় শ্রেয়। সেই সঙ্গে কিছু নকল সংস্থা গেলে আপনি ‘ট্রেডিং’-এর নামে জালিয়াতির শিকার হতে পারেন।

সেই জন্য উপরিক্ত বিষয়গুলি গুগল সার্চের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই শ্রেয়। অন্যথায় আপনি করতে পারেন বিপদে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন