এবার ভিডিয়ো দেখলেই টাকা পাবেন, কী ভাবে পাবেন? জেনে নিন
(১/১০) অনেকেই ভাবেন ভিডিও দেখা মানেই সময় নষ্ট। অনেক সময় একটানা ভিডিও দেখলে মানসিক চাপের সৃষ্টি হয়। সাধারণভাবেই দেখতে গেলে তাই একটানা YouTube চালিয়ে ভিডিও দেখা খারাপ লক্ষণ। এর ফলে মানুষ শারীরিক ও মানসিক দুই দিক থেকেই প্রভাবিত হয়। তবে বর্তমানে একটি সংস্থার তরফ থেকে প্রচলিত রীতি ভেঙে একটানা ভিডিও দেখার জন্য দুর্দান্ত অফার প্রদান করছে। যেটির নাম ‘লাইকস্টেজ’।
(২/১০) কেবলমাত্র তাই নয়, যে সমস্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে এই কমিউনিটিতে সিনেমা, খেলা, কমেডি কিংবা নিজের পছন্দমত শো বা ভিডিও দেখবেন তারা মাস শেষে উপার্জন করতে পারবেন বেশ মোটা অংকের অর্থ। সংস্থার তরফ থেকে উক্ত এই অফারটির নামকরণ করা হয়েছে ‘ভিউয়ার্স আর্নিং’। ইউটিউবের (YouTube) মধ্যে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মকে টেক্কা দিতে সম্প্রতি আমেরিকাতে কাজ শুরু হয়েছে লাইকস্টেজের।
(৩/১০) আগামী মাস থেকেই উক্ত প্লাটফর্মটি উপলব্ধ থাকবে কলকাতা (Kolkata)-তেও। উক্ত প্ল্যাটফর্মটি চলছে জোর কদমে। তবে এই পুরো প্লাটফর্মটির পরিচালনার পশ্চাতে রয়েছেন একজন প্রবাসী বাঙালি ‘অদ্রিশ চক্রবর্তী’। বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে ইউটিউব-এর জনপ্রিয়তা বেশ তুঙ্গে। বিশ্বব্যাপী কেবলমাত্র স্মার্টফোন (Smartphone) ইউজারাই নন, যে সকল ব্যক্তি ল্যাপটপ (Laptop) বা কম্পিউটার (Computer) ব্যবহার করেন তারা নিজস্ব ই-মেইল অ্যাকাউন্ট (Email Account) ব্যবহার করে ইউটিউবের (Youtube) মাধ্যমে বিনামূল্যে পছন্দের কনটেন্ট অথবা সদ্য মুক্তি পাওয়া সিনেমা দেখতে পারেন।।
(৪/১০) পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী ইউটিউবারের সংখ্যা কয়েক কোটিতে। এবং ইউটিউবের ভিউয়ারস বা দর্শকের সংখ্যা আরো কয়েক গুণ বেশি। বর্তমানে ভারতে ইউটিউবের জনপ্রিয়তা এত বৃদ্ধি পেয়েছে যে, ইউটিউবাররা এই সময়ে বলতে গেলে সেলিব্রেটি। যে কারণে উক্ত প্লাটফর্ম থেকে বর্তমানে উপার্জন করাটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ১০০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এই ৩ Mutual Fund, দেখে নিন ফান্ডগুলি
(৫/১০) সম্প্রতি ইউটিউবের (YouTube) নয়া নিয়ম অনুসারে, একজন ইউটিউবারের চ্যানেলে যদি ১০০০ সাবস্ক্রাইবার না থাকে তবে সেই চ্যানেলটি চলবে না। একজন ইউটিউবারের পোস্টে নূন্যতম ৪ হাজার ঘন্টা ভিউ থাকলে তবেই তা মনিটাইজেশনের জন্য যোগ্য বলে ধরা হবে। যে সকল ইউটিউব পূর্বেই এই ক্রাইটেরিয়াটি পূরণ করে ফেলেছেন তাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে তেমন কোন বাধ্যবাধকতা নেই।
(৬/১০) তবে বর্তমানে যে সকল নতুন ইউটিউবার আছেন তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্তমানে কনটেন্টের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন নতুন ইউটিউবাররা। তবে কোন কনটেন্ট ক্রিয়েটার তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করার পর সে ভিডিওতে যদি ১ লাখ ভিউস হয় তবে সেই ক্রিয়েটার এককালীন ৪০০০ টাকা মত ইউটিউব থেকে উপার্জন করেন। তবে ইউটিউব প্লাটফর্মে দর্শকরা কোন অর্থ উপার্জন করেন না।
আরও পড়ুন: টাকার বিনিময়ে মোবাইলে মিলছে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন! রায়গঞ্জে উত্তেজনা এমন অভিযোগে
(৭/১০) এই জায়গায় বদল এনে বাজারে নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে চাইছে লাইকস্টেজ। উক্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্লাটফর্মে একজন কনটেন্ট ক্রিয়েটর তার প্রথম ভিডিও পোস্ট করে প্রথম ভিউ থেকে যেমন উপার্জন করতে পারবেন, ঠিক তেমনি একজন দর্শক তার অ্যাকাউন্টে ভিডিও দেখার জন্য টাকা উপার্জন করবেন।
কী ভাবে সম্ভব হবে সেটা?
(৮/১০) অদ্রিশ চক্রবর্তী বলেন, ‘ইউটিউবের প্রত্যেক ভিডিয়োয় বিজ্ঞাপন চলে। সেখান থেকে বিপুল টাকা আয় হয় সংস্থার। সেখান থেকে খুব সামান্য টাকা ক্রিয়েটারদের দেওয়া হয়। দর্শকরা কিছুই পান না। এমন কয়েক কোটি চ্যানেল ওখানে পাবেন, যাদের আদৌ মানিটাইজ়েশন হয়নি, অথচ সেখানেও বিজ্ঞাপন চালিয়ে পুরো আয়টা ইউটিউব নিজের ঘরে তোলে। আমরা সেটা করছি না। এই কমিউনিটিতে যে অ্যাড চলবে, সেই ইনকামের একটা অংশ ভিউয়ারদের মধ্যেও ভাগ করে দেওয়া হবে। কারণ, তাঁরা দেখছেন বলেই তো অ্যাড আসছে।’
কী ভাবে রোজগার হবে এই প্ল্যাটফর্ম থেকে?
(৯/১০) উক্ত উক্ত সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, গুগল ক্রোমে (Google Chrome) গিয়ে সকল ব্যক্তি তার ই-মেল আইডি (Email I’d) দিয়ে লগইন করে লাইকস্টেজ প্ল্যাটফর্মে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করে সহজেই তার কনটেন্ট পোস্ট করতে পারবেন। এরপর তিনি আর্নিংয়ের অপশনে গেলেই দেখতে পাবেন ক্রিয়েটার হিসেবে তিনি কত টাকা উপার্জন করেছেন। এরপর তিনি যদি অন্যদের পোস্ট করা ভিডিও দেখেন তবে তিনি ভিউয়ার হিসেবে উপার্জন করতে পারবেন টাকা।
(১০/১০) ‘লাইক কয়েনস’ হিসাবে উক্ত ব্যক্তির পুরো উপার্জন নির্দিষ্ট জায়গায় উল্লেখিত থাকবে। একটি কনটেন্ট দেখার জন্য প্রতি ১ মিনিটে ভিউয়ার্স অ্যাকাউন্টে ১ কয়েন জমা হবে। আর ১০০ টি জমা হওয়ার কয়েনের জন্য একজন ভিউয়ার্স পাবেন ২০ টাকা। এই প্লাটফর্মে যে যত বেশি ভিডিও দেখবে তার উপার্জন তত বেশি হবে।