ATM-এ গিয়ে এই ভুল করছেন না তো? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেষেই ফাঁকা হয়ে যাবে!
টাকা তোলার জন্য এখন মানুষ আর খুব বেশি ব্যাংকে যায় না। প্রয়োজনে অপ্রয়োজনে বা হঠাৎ এটিএম-ই (ATM) এখন টাকা তোলার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর মানুষের সুবিধার কথা ভেবে এটিএম সব জায়গায় স্থাপন করা হয়েছে। তবে এই এটিএম থেকে যেমন টাকা তোলা খুব সহজ তেমন এতে রয়েছে অনেক ঝুঁকিও। বর্তমানে জালিয়াতকারীরা একাধিক ভাবে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে সর্বশান্ত করার চেষ্টা করছে।
জালিয়াতকারীরা এখন এটিএম (ATM) থেকে টাকা তোলার জন্য একটি অভিনব কায়দা অবলম্বন করেছে। এতে তারা স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষেই চুরি করে নিচ্ছে। এরকম বিপদের কথা চিন্তা করে সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য একটি সাবধানবাণী জারি করা হয়েছে।
আর এই তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবারস্পেসের নিরাপত্তার দায়িত্বে রত সিইআরটি-ইন, সম্প্রতি এটিএম প্রতারণা রুখতে জনসাধারণকে কী কী করতে হবে সেই ব্যাপারে এক্স হ্যান্ডেলে পোস্ট মারফত জানিয়েছে।
আপনার ATM card অন্য কাওকে দেওয়া থেকে বিরত থাকুন। এমনকি নিজের পিন, সিভিভি বা ওটিপিও কাউকে শেয়ার করবেন না। এছাড়াও ATM প্রতারণা থেকে বাঁচতে যে কাজগুলি করতে হবে সেগুলি হল নিম্নরূপ-
আরও পড়ুন: অবশেষে ৫,০০০-এর বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, রইলো বিস্তারিত
১) সি সি টিভি ক্যামেরা রয়েছে এমন ATM থেকে টাকা তুলুন। অপর ATM ব্যাবহার এড়িয়ে চলুন।
২) ATM পিন বসানোর সময় সতর্কতা অবলম্বন করুন। সর্বদা হাথ দিয়ে ঢেকে ATM পিন লিখুন।
৩) ATM পিন হিসেবে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এগুলি রাখা থেকে বিরত থাকুন।
৪) ATM-এ টাকা তুলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে অচেনা কারো থেকে সাহায্য নেওয়ার বিষয় এড়িয়ে চলুন।
৫) টাকা তোলার আগে ATM–এ স্ক্যানার বসানো আছে কি না তা দেখে নিন।
৬) আপনার ব্যাংক স্টেটমেন্টের উপর সর্বদা নজর রাখুন।
৭) আপনার ATM-এর পিন নম্বর, সিভিভি বা ওটিপি অন্য কাওকে শেয়ার করবেন না।
৮) কোনও অনলাইন সাইটে ব্যাংক বা এটিএম সংক্রান্ত ডিটেইল দেওয়ার আগে সেই সাইটের ব্যাপারে পুরোপুরি অবগত হয়ে নিন।
আরও পড়ুন: Punjab National Bank Recruitment 2024