Blue Aadhaar Card: নীল আধার কার্ড কী? আবেদন করবেন কীভাবে? রইল বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Blue Aadhaar Card: বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) ভারতবর্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথি। স্কুলে ভর্তি থেকে শুরু করে অন্যান্য সকল কাজে প্রয়োজন হয় আধার কার্ডের। এদেশে পাঁচ বছরেরও কম বয়সী শিশুদের একটি বিশেষ নীল রঙের আধার কার্ড (Blue Aadhaar Card) দেওয়া হয়। যার নাম বাল আধার কার্ড। কিভাবে এই বাল আধার কার্ডের জন্য আবেদন করবেন? সেই বিষয়ে জানুন বিস্তারিত তথ্য।

কি এই নীল রঙের আধার কার্ড?

একটি বিশেষ ধরনের আধার কার্ড হল এই নীল রঙের আধার কার্ড (Blue Aadhaar Card)। এই বাল আধার কার্ডটি পাঁচ বছর বা তার থেকে কম বয়সী শিশুদের জন্য দেওয়া হয়। এটি অনেকাংশে আধার কার্ডের মতই। শিশু বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্যকে ১২ ডিজিট সংখ্যার দ্বারা লিঙ্ক করা হয় এই আধার কার্ডের সাহায্যে।

কিন্তু প্রচলিত আধার কার্ডের মত এই আধার কার্ড (Aadhaar Card) গুলিতে আইরিস স্ক্যান এবং শিশুর আঙুলের ছাপ নেওয়া হয় না। শিশুর কম বয়সের জন্যই এই নিয়মটি লাঘু হয়েছে।

নীল আধার কার্ড করার প্রয়োজনীয়তা:

নীল আধার কার্ডের (Blue Aadhaar Card) দ্বারা শিশুর রেজিস্ট্রেশন করানো খুবই প্রয়োজনীয়।

আরও পড়ুন: ইন্ডিয়ান ব্যাঙ্কে কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সরকারি প্রকল্প:

বর্তমানে সরকারের তরফ থেকে প্রচলিত একাধিক কল্যান মূলক প্রকল্প এবং বৃত্তির সুবিধা উপভোগ করার জন্য এই আধার কার্ডের গুরুত্ব রয়েছে। নীল আধার কার্ড থাকলে আপনার সন্তান-সন্ততি খুব সহজেই উক্ত পরিষেবা গুলি গ্রহণ করতে পারবে।

ভেরিফিকেশন:

শিশুদের টিকাকরণ থেকে শুরু করেই স্কুলে ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজন এই নীল আধার কার্ডের (Blue Aadhaar Card)। এই নীল আধার কার্ডটি ব্যবহৃত হবে আপনার শ্বশুর পরিচয় পত্র ও অ্যাড্রেস ভেরিফিকেশনের উদ্দেশ্যে।

নীল আধার কার্ড তৈরির আবেদন পদ্ধতি:

আপনি অনলাইন ও অফলাইন এই দুটি পদ্ধতির মাধ্যমেই নীল আধার কার্ডের (Blue Aadhaar Card) জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি:

১. আপনাকে প্রথমে ‘UIDAI’-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. ‘My Aadhaar’ অপশনে গিয়ে ‘Book an Appointment’ অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপর ‘My Aadhaar Card’ অপশনটি নির্বাচন করার পর আপনার মোবাইল নম্বরটি এবং ক্যাপচা দিতে হবে।

৪. ‘Relationship with Head of Family’ অপশনে গিয়ে Child (০-৫ বছর) নির্বাচন করতে হবে।

উক্ত পদ্ধতি অবলম্বন করে আপনার কাছের আধার সেবা কেন্দ্রের জন্য একটি সাক্ষাতে তারিখ নির্ধারণ করতে হবে।

অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি:

১. আপনাকে প্রথমে নিকটবর্তী আধার কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।

২. সেখানে জানাতে হবে আপনি আপনার শিশুর জন্য নীল আধার কার্ড তৈরি করতে চান।

৩. আধার কার্ড (Aadhaar Card) তৈরির জন্য আপনাকে আধার কেন্দ্রের তরফ থেকে একটি ফর্ম দেওয়া হবে। আপনি সেই ফর্মটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথির সঙ্গে জমা দিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:

১. শিশুর পিতা-মাতার আধার কার্ড (Aadhaar Card)।

২. শিশুর জন্মের পরিচয় পত্র হিসেবে বার্থ সার্টিফিকেট (Barth Certificate)।

৩. শিশুর পিতা মাতার ঠিকানার প্রমাণ অর্থাৎ বিদ্যুতের বিল, রেশন কার্ড (Ration Card) ইত্যাদি।

৪. শিশুর দুই কপি পাসপোর্ট সাইজ ফটো (এটি অনেক সময় আধার কার্ড কেন্দ্রেও নিতে পারে)।

বিশেষ দ্রষ্টব্য:

১. রেজিস্ট্রেশন করানোর জন্য পিতা মাতার মধ্যে একজন অভিভাবক উপস্থিত থাকলেই হবে। দুজনের আবশ্যকতা নেই।

২. বায়োমেট্রিক ডেটা (Biometric Data)যেমন আঙ্গুলের ছাপ (Finger Print)এবং আইরিস স্ক্যান (Irish Scan) এগুলি ৫ বছরের বেশি বয়সীদের জন্য প্রযোজ্য।

৩. নীল আধার কার্ডটি (Blue Aadhaar Card) শিশুর পিতা অথবা মাতা যে কোন একজনের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে।

৪. রেজিস্ট্রেশনের পর নীল আধার কার্ড পাওয়ার জন্য ন্যূনতম ৬০ দিন সময় অপেক্ষা করতে হয়।

UIDAI হেল্পলাইন নাম্বার:

১৯৪৭

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন