রাজ্যে ভলেন্টিয়ার পদে নিয়োগ চলছে, কী ভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত (WB Volunteer Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WB Volunteer Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য নতুন একটি সুখবর। নতুন করে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার (WB Volunteer Recruitment 2024)। সম্প্রতি উক্ত চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত বেকার যুবক-যুবতী দীর্ঘদিন ধরে সরকারি চাকরির সন্ধান করছেন এবং উক্ত চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুশির খবর। এই প্রতিবেদনে উক্ত চাকরি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য নিম্নে আলোচনা করা হলো।

নিয়োগকারী সংস্থা (Recruitment Board):

 এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের জেলা লেভেলে ডিস্ট্রিক্ট  লিগ্যাল সার্ভিসেস অথরিটি অফিস (district legal services authority) থেকে।

পদের নাম (Name of the Post):

 উক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্যারালিগাল ভলেন্টিয়ার (PLV) পদে কর্মী নিয়োগ করা হবে।

প্রার্থীর বয়সসীমা (Age Limit):

 উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর হতে হবে। অর্থাৎ এই বয়সের ঊর্ধ্বে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবে।

আরও পড়ুন: Lakh’ এর বদলে ‘Lac’ লিখলে আপনার চেক কি বাতিল হয়ে যাবে? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন পদ্ধতি (Application Process):

উক্ত পদে আবেদনের জন্য আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

১. আবেদনকারীরা অফিসিয়াল লিংকের মাধ্যমে (https://districts.ecourts.gov.in/purba-bardhaman) আবেদন পত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি(application form) ডাউনলোড করে নিতে পারবেন।

২. আবেদন পত্রটি পূরণ করতে নিজের যাবতীয় তথ্য নির্ভুলভাবে নথিভুক্ত করতে হবে।

৩. এই আবেদন পত্রে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার(gender), ঠিকানা, ক্যাটিগরি(category), শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে সঠিক ভাবে পূরণ করতে হবে।

৪. আবেদন পত্রে আপনার রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে এবং নিজের একটি সিগনেচার(signature) করুন।

৫. সবশেষে আবেদনকারী আবেদন পত্রের সঙ্গে জেরক্স করা নথিগুলি সেল্ফ অ্যাটেস্টেড করে যুক্ত করুন এবং নির্দিষ্ট তারিখের মধ্যে যথাযথ ঠিকানার পৌঁছে দিন।

আরও পড়ুন: ৩,৭৩৪ শূন্যপদে রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত (WB Police Constable Recruitment 2024)

আবেদনপত্র পাঠানোর ঠিকানা (Address):

 District Legal Services Authority, Purba Bardhaman, Burdwan District Judges Court Compound (Top floor), P.O.-Burdwan, P.S. & Dist.-Purba Bardhaman, Pin-713101

প্রয়োজনীয় যোগ্যতা (Qualification):

  এই পদের জন্য আবেদন করতে গেলে আবেদনকারীকে উক্ত চাকরি সংক্রান্ত বিষয়ে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। এই নিয়োগ সম্পর্কে আরো জানতে এই ওয়েবসাইটে চোখ রাখুন।

আরও পড়ুন: Big News: সেট (SET) পরীক্ষার ফল প্রকাশ করল WBCSC, এক ক্লিকেই দেখে নিন @https://www.wbcsc.org.in

আবেদনের সময়সীমা (Last Date of Application):

 উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীরা কে আগামী ২৯/০২/২০২৪ তারিখ অবধি আবেদন জানাতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: Money Making Tips: এই নিয়মগুলো মেনে চললে জীবনে কখনও টাকার কমতি হবে না!