MHRD Scholarship 2023: ৭৫,০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই স্কলারশিপে আবেদন করে! পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

MHRD Scholarship 2023 application form, Apply online, Official Website

কেন্দ্র সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় (MHRD Scholarship) কর্তৃক ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে স্কলারশিপ চালু করেছে, যা ছাত্রছাত্রীদের কাছে খুবই জনপ্রিয় এবং উপযোগী। নিচে এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

MHRD Scholarship 2023: Scholarship Name | এমএইচআরডি স্কলারশিপ ২০২৩: স্কলারশিপের নাম

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের তরফে পড়ুয়াদের যে স্কলারশিপ দেওয়া হবে তা হলো- MHRD Scholarship 2023। এই স্কলারশিপটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়ে থাকে। দরিদ্র মেধাবী পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করাই হলো এই স্কলারশিপের উদ্দেশ্য। তবে এই জাতীয় স্তরের স্কলারশিপ এবং বাহ্যিক তাদের স্কলারশিপ গুলিকে ৫ টি ভাগে ভাগ করা হয়েছে। যথা-

  • Central Sector Scheme of Scholarship
  • National Scheme of Incentive to Girls for Secondary Education (NSIGSE)
  • National Means Cum Merit Scholarship
  • Pradhan Mantri Research Fellowship (PMRF)
  • AICTE প্রগতি স্কলারশিপ
  • AICTE Saksham Scholarship

MHRD Scholarship 2023: Scholarship Amount | এমএইচআরডি স্কলারশিপ ২০২৩: বৃত্তির পরিমাণ

Central Sector Scheme of Scholarship-

১) এই স্কলারশিপের অধীনে স্নাতক স্তরের পড়ুয়াদের বার্ষিক ১০ হাজার টাকা দেওয়া হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২) স্নাতকোত্তর এবং প্রফেশনাল কোর্সে পাঠরত পড়ুয়াদের ২০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

National Scheme of Incentive to Girls for Secondary Education (NSIGSE)-

এই স্কলারশিপের অধীনে যোগ্য মেয়েদের ৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

National Means Cum Merit Scholarship-

এই স্কলারশিপের অধীনে পড়ুয়াদের বার্ষিক ৬০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। অর্থাৎ পড়ুয়াদের প্রত্যেক মাসে ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

Pradhan Mantri Research Fellowship (PMRF)-

১) এই স্কলারশিপের অধীনে পড়ুয়াদের প্রথম এবং দ্বিতীয় বর্ষে মাসে ৭০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

ii) তৃতীয় বর্ষে পাঠরত পড়ুয়াদের ৭৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

iii) চতুর্থ এবং পঞ্চম বর্ষে পাঠরত পড়ুয়াদের মাসে ৭০ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।

AICTE প্রগতি স্কলারশিপ-

এই স্কলারশিপের অধীনে পড়ুয়াদের টিউশন ফি হিসেবে ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও ছাত্রীদের বার্ষিক ২,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।

AICTE Saksham Scholarship-

এই স্কলারশিপের অধীনে পড়ুয়াদের টিউশন ফি বাবদ ৩২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও প্রত্যেক মাসে ২০০০ টাকা দেওয়া হবে।

MHRD Scholarship 2023: Selection Process | এমএইচআরডি স্কলারশিপ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া

Central Sector Scheme of Scholarship-

এই স্কলারশিপের ক্ষেত্রে পড়ুয়াদের মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। আবেদনের যাচাইকরণ প্রক্রিয়া প্রতিষ্ঠান স্তর এবং রাজ্য বোর্ড শিক্ষা স্তর থেকে করা হবে।

National Scheme of Incentive to Girls for Secondary Education (NSIGSE)-

যোগ্যতা অনুযায়ী এই স্কলারশিপের ক্ষেত্রে মেয়েদের নির্বাচন করা হবে।

National Means Cum Merit Scholarship-

এই স্কলারশিপের ক্ষেত্রে পড়ুয়াদের মেধার ভিত্তিতে অর্থাৎ মানসিক ক্ষমতা পরীক্ষা (MAT) এবং স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্টের (SAT) মাধ্যমে নির্বাচন করা হবে।

Pradhan Mantri Research Fellowship (PMRF)-

এই স্কলারশিপের ক্ষেত্রে পড়ুয়াদের ২ টি পর্যায়ে নির্বাচন করা হয়ে থাকে। প্রথমে পরিচালকদের দ্বারা একটি তালিকা প্রকাশ করা হবে। তারপর সেই তালিকায় যাদের নাম থাকবে তাদের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।

AICTE প্রগতি স্কলারশিপ-

এই স্কলারশিপের ক্ষেত্রে ছাত্রীদের সম্পূর্ণ মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।

AICTE Saksham Scholarship-

এই স্কলারশিপের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে।

How to Apply for MHRD Scholarship 2023: | এমএইচআরডি স্কলারশিপ ২০২৩: আবেদন প্রক্রিয়া

Central Sector Scheme of Scholarship-

এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে (NSP) গিয়ে পড়ুয়াদের এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।

National Scheme of Incentive to Girls for Secondary Education (NSIGSE)-

এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়ারা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন। অনলাইন মাধ্যমে আবেদনের জন্য পড়ুয়াদের NSPপোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

এছাড়াও অফলাইন মাধ্যমে আবেদনের জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদন করতে হবে।

National Means Cum Merit Scholarship-

এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে (NSP) গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

Pradhan Mantri Research Fellowship (PMRF)-

এই স্কলারশিপের জন্য আবেদনের জন্য পড়ুয়াদের PMRF পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

AICTE প্রগতি স্কলারশিপ-

এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রীদের AICTE প্রগতি SAKSHAM-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

AICTE Saksham Scholarship-

এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের AICTE প্রগতি সক্ষমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

MHRD Scholarship 2023: Required Documents | এমএইচআরডি স্কলারশিপ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপে আবেদনের জন্য কে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বার্থ সার্টিফিকেট অথবা জন্ম শংসাপত্র
  • আপনার পরিবারের আয়ের শংসাপত্র অথবা বেতন স্লিপ (৩ মাসের জন্য) অথবা আইটি রিটার্ন ফর্ম
  • আপনার টিউশন/ হোস্টেল/ মেসের প্রদত্ত রসিদ
  • আপনার কলেজ থেকে খরচের বিবরণী
  • আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ আপনার ব্যাঙ্ক পাসবুকের কপি
  • ই-আধার অথবা আপনার আসল আধারের স্ক্যান কপি

MHRD Scholarship 2023: Eligibility | এমএইচআরডি স্কলারশিপ ২০২৩: যোগ্যতা

Central Sector Scheme of Scholarship-

১) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের এআইসিটিই, ডিসিআই, অথবা এমসিআই স্বীকৃত কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।

২) ৮০% নম্বরসহ দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে।

iii) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।

iv) পরবর্তীতে পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়া আবশ্যক

National Scheme of Incentive to Girls for Secondary Education (NSIGSE)-

১) এই স্কলারশিপের জন্য কেবলমাত্র SC এবং ST শ্রেণীর মহিলা পড়ুয়ারাই আবেদনযোগ্য

২) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীর পাঠরত হতে হবে।

৩) এই স্কলারশিপের জন্য কেবলমাত্র ১৬ বছরের কম বয়সী অবিবাহিত মেয়েরাই আবেদন করতে পারবেন

National Means Cum Merit Scholarship-

১) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের ৫৫% নম্বরসহ সপ্তম শ্রেণী পাশ করতে হবে।

২) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকার কম হতে হবে।

৩) নবম শ্রেনীর পড়ুয়ারা তাদের দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেইজন্য তারা স্কলারশিপের Renewal করাতে পারবে।

৪) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের ৫৫% নম্বরসহ অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

Pradhan Mantri Research Fellowship (PMRF)-

১) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের প্রথম বর্ষে অথবা IITs, IIISc, NITs, IISERs, IIITs থেকে B.Tech, M.Tech বা ইন্টিগ্রেটেড MSc পাঠরত হতে হবে।

২) এই স্কলারশিপের জন্য UCEED, JEE, KVPY অথবা SCB-এর মাধ্যমে ভর্তি হওয়া পড়ুয়ারা আবেদনযোগ্য

AICTE প্রগতি স্কলারশিপ-

১) এই স্কলারশিপের জন্য আবেদনকারী মেয়েদের AICTE স্বীকৃত ডিপ্লোমা অথবা ডিগ্রী কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।

২) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।

iii) একটি পরিবারের সর্বোচ্চ ২ জন কন্যা সন্তান এই স্কলারশিপের সুবিধা পাবেন।

AICTE Saksham Scholarship-

১) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের AICTE স্বীকৃত প্রতিষ্ঠানে কারিগরি ডিগ্রি, ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষে পাঠরত হতে হবে।

২) এই স্কলারশিপের জন্য কেবলমাত্র ৪০%-এর ওপরে প্রতিবন্ধকতা সম্পন্ন পড়ুয়ারাই আবেদনযোগ্য

iii) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।

MHRD Scholarship 2023: Important Dates | এমএইচআরডি স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমুহ

Central Sector Scheme of Scholarship-

এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আবেদন করতে হবে।

National Scheme of Incentive to Girls for Secondary Education (NSIGSE)-

পড়ুয়াদের আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।

National Means Cum Merit Scholarship-

এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের আবেদন করতে হবে জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে।

Pradhan Mantri Research Fellowship (PMRF)-

এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের মার্চ থেকে এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

AICTE প্রগতি স্কলারশিপ-

এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের আবেদন করতে হবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে।

AICTE Saksham Scholarship-

এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে আবেদন করতে হবে।

MHRD Scholarship application form online

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *