Lakh’ এর বদলে ‘Lac’ লিখলে আপনার চেক কি বাতিল হয়ে যাবে? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) কম বেশি অনেকেই ব্যাংক থেকে চেকের মাধ্যমে টাকা তোলেন। ব্যাংকের তরফ থেকেও অনেক সময় ইস্যু হয় চেক। কিন্তু চেকের দ্বারা ছয় অঙ্কের টাকা অর্থাৎ লক্ষাধিক টাকা তোলার ক্ষেত্রে সৃষ্টি হয় অনেক সমস্যা।

(২/৩) তবে এই সমস্যার কারণ কি জানুন? অনেক মানুষ চেকের মাধ্যমে টাকা তোলার সময় লেখেন ‘Lakh‘ আবার কেউ লেখেন ‘Lac‘। তাই স্বাভাবিকভাবে এই প্রশ্ন ওঠে কোন বানানটি লেখা সঠিক? এটিই জেনে নিন আজকের প্রতিবেদনে।

(৩/৬) আপনি যদি একটু খেয়াল করে দেখেন তবে বুঝবেন টাকার অঙ্ক লেখার জন্য চেকের মধ্যে দুটি জায়গা দেওয়া থাকে। একটি স্থানের আপনি যে পরিমাণ অর্থ ব্যাংক থেকে তুলতে চান সেটি সংখ্যায় লিখতে হয় এবং অন্য স্থানে বানান করে বা কথায় টাকার পরিমাণ লিখতে হয়। তবে সম্যস্যার উদ্ভব হয় ‘Lakh‘ নাকি ‘Lac‘ লিখবেন সেটি নিয়ে।

(৪/৬) এই বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে চেক লেখার সময় একসঙ্গে দুটো বানান আপনি লিখতে পারবেন না। সাধারণত ব্যাংকের তরফ থেকে বলা হয় যে, চেকের মাধ্যমে লক্ষাধিক টাকা তোলার ক্ষেত্রে ইংরেজি বানান ‘Lakh’ লিখতে।

আরও পড়ুন: রাজ্যে ভলেন্টিয়ার পদে নিয়োগ চলছে, কী ভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত (WB Volunteer Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) অর্থাৎ ব্যাংকিং ক্ষেত্রে ‘Lakh‘ হল সঠিক বানান। তাই চেকের মাধ্যমে অর্থ লেনদেনের সময় ‘Lakh‘ কথাটি ব্যবহার করা উচিত। RBI-এর অফিসিয়াল চেক এবং ব্যাংকিং সেক্টর থেকে জারি করা সমস্ত চেকে ‘Lakh’ কথাটি লেখা হয়। তাই ‘Lac’ লেখা থেকে বিরত থাকুন।

আরও পড়ুন: ৩,৭৩৪ শূন্যপদে রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত (WB Police Constable Recruitment 2024)

(৬/৬) ‘Lac’ শব্দের অর্থ গালা জাতীয় পদার্থ যেটি বার্নিশ, সিলিং ওয়াক্স এবং রঞ্জক প্রভৃতি হিসেবে ব্যবহৃত হয়। ‘Lakh’ শব্দের অর্থ হল লক্ষ অর্থাৎ ১০০ হাজার। তাই লক্ষ বোঝাতে ‘Lac‘ কথাটি এড়িয়ে চলুন। আপনি যদি ব্যাংকের চেকে Lac কথাটি লেখেন তবে স্বাভাবিকভাবেই আপনার চেকটি বাতিল হয়ে যেতে পারে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন