৩,৭৩৪ শূন্যপদে রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত (WB Police Constable Recruitment 2024)
WB Police Constable Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। উক্ত পদ ৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। আপনি যদি হয়ে থাকেন একজন চাকরিপ্রার্থী এবং অল্প যোগ্যতায় কোনো চাকরির খোঁজ করেন তাহলে উক্ত পদে নিয়োগের জন্য আপনি আবেদন করতেই পারেন। এই আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন আজকের এই প্রতিবেদনে।
নিয়োগকারী সংস্থা (Name Of The Board):
পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের তরফ থেকে পুলিশ কনস্টেবল (Police constable)পদে করা হবে কর্মী নিয়োগ।
পদের নাম (Name Of The Post):
পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের তরফ থেকে কনস্টেবল (Police Constable) এবং লেডি কনস্টেবল (Lady Police Constable)পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ সংখ্যা (Number Of Vacancy):
সর্বমোট ৩৭৩৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে ৩৪৬৪ টি শূন্যপদ রয়েছে কনস্টেবল পদের জন্য এবং ২৭০ টি শূন্যপদ রয়েছে লেডি কনস্টেবল পদের জন্য।
আরও পড়ুন: Big News: সেট (SET) পরীক্ষার ফল প্রকাশ করল WBCSC, এক ক্লিকেই দেখে নিন @https://www.wbcsc.org.in
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থকে সরকার স্বীকৃত যেকোনো বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। তবেই ওই প্রার্থীদের আবেদন জানাতে পারবে।
প্রার্থীর বয়সসীমা (Age Limit):
উক্ত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি (Application Process):
আগ্রহী আবেদনকারী প্রার্থীরা https://prb.wb.gov.in বা http://kolkatapolice.gov.in পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপর আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করে আবেদন বাবদ নির্ধারিত অর্থ জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):
উক্ত পদে চাকরির জন্য কতগুলি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত ধাপ গুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
১. প্রিলিমিনারি রিটেন টেস্ট (Preliminary Written Test)।
২. ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (Physical Measurement Test) (PMT)।
৩. ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (Physical Efficiency Test)(PET)।
৪. ফাইনাল রিটেন্ট এক্সামিনেশন (Final Written Examination)।
৫. ইন্টারভিউ (Interview)।
সব কটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা (Last Date of Apply):
২৯/০৩/২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন।