LIC-র ডেথ ক্লেম কীভাবে পাবেন? পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) LIC Death Claim: বর্তমানে ভারতবর্ষে উল্লেখযোগ্য জনপ্রিয় বীমা সংস্থা হল এলআইসি (LIC)। ভারতীয় জীবন বীমা নিগম দেশব্যাপী মানুষের কাছে ভরসা যুক্ত বিনিয়োগ মাধ্যম। আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার উদ্দেশ্যে LIC পলিসি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এলআইসি পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার পরিবারের লোকজন উক্ত পলিসের টাকা পেয়ে থাকেন। তবে এর কিছু নির্দিষ্ট প্রসেস রয়েছে।

(২/৫) LIC-র পলিসি হোল্ডারের মৃত্যু হলে প্রথমে পলিসি-র নমিনি যিনি আছেন তাঁকে এলআইসি (LIC) সংস্থার স্থানীয় শাখায় ডেথ ক্লেমের আবেদন করতে হবে। মৃত ব্যক্তির পলিসের টাকা যাতে নমিনির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেজন্য NEFT-সহ কিছু ফর্ম পূরণ করতে হবে।

(৩/৫) তারপর উক্ত ফর্মগুলোর সঙ্গে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট (death certificate), আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter Card), পলিসি বন্ড, নমিনির পান কার্ড (PAN Card), আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter Card), ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) ইত্যাদি নথির জেরক্সে নমিনির স্বাক্ষর সহ জমা করতে হবে।

(৪/৫) উপরে উল্লেখিত সকল নথিগুলির সঙ্গে যিনি নমিনি আছেন তাকে একটি আবেদন পত্র লিখে জমা করতে হবে। যে আবেদনপত্রে পলিসি হোল্ডারের মৃত্যুর কারণ, মৃত্যুর তারিখ, ও মৃত্যুর স্থান উল্লেখিত থাকতে হবে। NEFT ফর্মের সঙ্গে নমিনির নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স এবং একটি বাতিল চেক জমা করতে হবে।

আরও পড়ুন: এই ৮টি কাজ করলে ব্যান হয়ে যেতে পারে আপনার WhatsApp অ্যাকাউন্ট! জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৫) ওপরে উল্লেখিত সমস্ত নথি গুলি জমা দেওয়ার পর এলআইসি (LIC) সংস্থার তরফ থেকে নথি গুলি যাচাইকরণ করা হবে। এরপর নমিনি ডেথ ক্লেম অর্থাৎ পলিসের সমস্ত টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এলআইসি (LIC) সংস্থার শাখায় জমা করার পর নমিনির ব্যাংক অ্যাকাউন্টে পলিসি টাকা ট্রান্সফার হতে প্রায় ১ মাস মত সময় লাগতে পারে।

আরও পড়ুন: DA News: বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের! কি ঘোষণা মোদী সরকারের?

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: Dolly Chaiwala: ডলি চাওয়ালা’র মাসে ইনকাম কত জানেন? বিল গেটসকে চা খাইয়ে প্রচুর ভাইরাল ইনি