মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া জেনে নিন (India Post Office Group C Recruitment 2024)
India Post Office Group C Recruitment 2024: বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে প্রকাশিত হয়েছে গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে করা হবে এই নিয়োগ। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগকারী সংস্থা (Name Of The Recruitment Board):
ভারতীয় ডাক বিভাগের (Department of Posts) পক্ষ থেকে উক্ত শূন্যপদে করা হবে কর্মী নিয়োগ।
পদের নাম (Name Of The Post):
ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে Group-C শূন্য পদে করা হবে কর্মী নিয়োগ।
বয়সের সময়সীমা (Age Limit):
উক্ত পদে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫৬ বছরের মধ্যে।
মাসিক বেতন (Monthly Salary):
যোগ্যতার ভিত্তিতে পদে নিয়োগের পর নিয়োগ কারী প্রার্থীকে প্রতিমাসে ২০,২০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
উক্ত পদে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পদে যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি (Application Process):
আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া পদ্ধতিগুলি অনুসরণ করে আবেদন করতে পারবেন।
১. প্রথমে আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র বা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে।
২. আগ্রহী প্রার্থীর সমস্ত তথ্য যথা- নাম (Name), মোবাইল নাম্বার(Mobile Number), ইমেল আইডি (E-mail ID), অভিভাবকের নাম (Guardian Name), জন্ম তারিখ (Date Of Birth), বয়স (Age), জেন্ডার (Sex), ঠিকানা (Address), ক্যাটাগরি (Cast), শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৩. আবেদনপত্রের সঙ্গে নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করতে হবে।
৪. সমস্ত প্রয়োজনীয় নথিগুলির জেরক্সে নিজের সই করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।
৫. সবশেষে আবেদন পত্রটি একটি খামের মধ্যে করে নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিন।
আবেদনের সময়সীমা (Last Date Of Application):
আগ্রহী প্রার্থীরা চলতি বছর মার্চ মাসের ১৯ তারিখ অবধি আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
WhatsApp Group-এ যুক্ত হন👉 | যুক্ত হন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
অ্যাপ্লিকেশন ফর্ম ফরম্যাট👉 | এখানে দেখুন |