Women’s Day 2024 Investment Tips: কোটিপতি হওয়ার সুযোগ মেয়েদেরও! পদ্ধতি জেনে নিন
(১/৭) Women’s Day 2024 Investment Tips: প্রত্যেক বছর ৮ মার্চ দিনটি পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। বর্তমানে মহিলাদের জন্য রয়েছে বেশ সুযোগ। মহিলারা নিজেদের অর্থগত দিক থেকে সবল করতে আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এমন কয়েকটি প্রকল্প রয়েছে যেগুলিতে বিনিয়োগ করে মহিলারা নিজেদের আর্থিক ভাবে বলিয়ান করতে পারবেন।
(২/৭) এইরকম একটি অতি পরিচিত প্রকল্পের হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (Public Provident Fund Scheme)। মহিলারা এই প্রকল্পের আওতায় বছরে ১.৫০ লক্ষ টাকা করে ১৫ বছরের জন্য সঞ্চয় করতে পারেন। উক্ত প্রকল্পে বিনিয়োগকারীদের ৭.১ শতাংশ হারে সুদ প্রদান করা হচ্ছে।
(৩/৭) আরেকটি উল্লেখযোগ্য বিনিয়োগ মাধ্যম হল ন্যাশনাল পেনশন সিস্টেম (National Pension System)। মহিলাদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করে তোলার জন্য এই প্রকল্প একটি দারুন বিকল্প মাধ্যম হতে পারে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (Pension Fund Regulatory And Development Authority )(PFRDA) দ্বারা এই প্রকল্পটি পরিচালিত হয়।
(৪/৭) আরও একটি উল্লেখযোগ্য বিনিয়োগ প্রকল্প হল মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। এই প্রকল্পের ইক্যুইটি, ঋণ বা হাইব্রিড ফান্ড প্রভৃতি খাতে মহিলারা নিজেদের ইচ্ছামত অর্থ সঞ্চয় করতে পারবেন।
(৫/৭) মহিলা নিজেদের আগামী জীবনকে আরও নিরাপদ এবং ঝুঁকি মুক্ত করতে জীবন বীমা পলিসিতে অর্থ বিনিয়োগ করতে পারেন। ভারতের লাইভ ইন্সুরেন্স কর্পোরেশন মহিলাদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই একাধিক বিনিয়োগ প্রকল্প চালু করেন।
(৬/৭) বর্তমানে দিনে দিনে বাড়তে থাকা চিকিৎসার খরচের কথা স্মরণে রেখে মহিলারা একটি স্বাস্থ্য বীমা করাতেই পারে। সামনের আন্তর্জাতিক নারী দিবসে কোনো মহিলা চিকিৎসার খরচ বাঁচাতে এই বীমা করাতে পারেন।
(৭/৭) মহিলারা ফিক্সড ডিপোজিট করে অর্থ বিনিয়োগ করতে পারেন। মহিলারা চাইলে এই প্রকল্পে বিনিয়োগ করার আগে বিভিন্ন ব্যাংকের সুদের হার কত তা পরীক্ষা করে তারপর বিনিয়োগ করতে পারেন।