১১,০৬২ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। তেলেঙ্গানা রাজ্য জেলা নির্বাচন কমিটির (DSC) তরফ থেকে ১১,০৬২ টি শূন্য পদে একাধিক বিভাগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে। তেলেঙ্গানা রাজ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলে মাধ্যমিক গ্রেড শিক্ষক, ভাষা পণ্ডিত, শারীর শিক্ষা শিক্ষক ও এডুকেশন শিক্ষক পদে করা হবে নিয়োগ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটে (tsdsc.aptonline.in) গিয়ে আবেদন করতে পারবেন।
বয়সের সময়সীমা (Age Limit):
উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪৬ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদন পদ্ধতি (Application Process):
আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য নিচের ধাপ গুলি অবলম্বন করুন।
১. আগ্রহী আবেদনকারী প্রার্থীরা প্রথমে tsdsc.aptonline.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২.এরপর হোমপেজে যান। সেখানে রেজিস্ট্রেশন এবং ফি ট্যাব অপশনটি নির্বাচন করুন।
৩. তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি যথাযথভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
৪. এরপর প্রয়োজনীয় নদীগুলি স্ক্যান করে আপলোড করুন।
৫. এরপর আবেদন বাবদ নির্ধারিত অর্থ পেমেন্ট করে ফর্মটি সাবমিট করুন।
৬. সবশেষে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখুন।
আবেদন মূল্য (Application Fees):
আগ্রহী প্রার্থীদের উক্ত পদে আবেদনের জন্য আবেদন বাবদ ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: Free Electricity: বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ! রইলো আবেদন পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
উক্ত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণ থাকতে হবে। উক্ত পদে NCTE-এর নিয়ম মেনেই করা হবে নিয়োগ। আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি ফলো করুন।
আরও পড়ুন: Higher Secondary: বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস! বিষয়গুলিতে কী কী বদল ঘটছে?
আবেদনের সময়সীমা (Last Date Of Application):
উক্ত পদে আগ্রহী আবেদনকারী প্রার্থীরা ৩ এপ্রিল ২০২৪ অবধি আবেদন করতে পারবেন। সমস্ত রাজ্যের প্রার্থীরাই উক্ত পদের জন্য আবেদনে যোগ্য বলে বিবেচিত হবেন।