Money: ভারতের ১ টাকা ৫০০ টাকার সমান বিশ্বের কোন দেশে জানেন? উত্তর জানলে চমকে যাবেন!
এই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যার সম্পর্কে আমরা কিছুই জানিনা। তেমনি একটি দেশ আছে যেখানে ভারতীয় টাকার মূল্য অনেক বেশি। সেই দেশটি হলো অতি প্রাচীন সুন্দর এবং একটি ঐতিহাসিক দেশ। চলুন এই প্রতিবেদন থেকে আমরা সেই দেশ সম্পর্কে জেনে নিই।
অতি প্রাচীন কাল থেকে ভারতের সঙ্গে এই দেশের একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আমরা এই দেশটিকে সকলে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যেই অন্যতম একটি দেশ হিসেবে জানলেও আমেরিকার নিষেধাজ্ঞার কারণেই এই দেশটি তাড়াতাড়ি অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। ভারতীয় মুদ্রায় যেটি আমাদের কাছে ১ রুপি সেটিই এই দেশে সেইটাই ৫০০ টাকার সমান।
এই দেশটি কোন দেশে ভারতীয় মুদ্রার মূল্য এত বেশি? এই প্রশ্ন অবশ্যই আপনাদের মনে জাগছে? প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে আমরা এখন ইরান দেশ সম্পর্কে আলোচনা করছি। এই দেশের সরকারি মুদ্রা রিয়াল-ই-ইরান নামে বিশ্বে পরিচিত। যার ইংরেজি নাম হলো ইরানি রিয়াল।
কিছু বছর আগে পর্যন্ত রিয়ালের মূল্য অনেক বেশি ছিল। কিন্তু গত কয়েক বছর ধরেই এর মূল্য কমতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। কেননা আমেরিকা বেশ কিছু বছর ধরে ইরানের অর্থনীতির ওপর অনেক বেশি বিধি-নিষেধ জারি করে আসছে। ফলত ইরান তার দেশ থেকে খনিজ তেল বিক্রি করতে পারছে না আন্তর্জাতিক বাজারে।
আরও পড়ুন: ৩০ লাখ টাকা রিটার্ন পাবেন Post Office-এ এভাবে বিনিয়োগ করে, দেখুন হিসেব
আপনি কি জানেন ইরানের কত মুদ্রা সমান ভারতীয় মুদ্রার ১ রুপি? ইরানের অর্থনৈতিক অবস্থা যতই সংকটে পড়ুক না কেন ভারতের সঙ্গে সেই দেশের একটা ভালো সম্পর্ক ঠিক বজায় রয়েছে। এই সময়ে ৫০৭.২২ ইরানি রিয়ালের সমান হল ভারতীয় ১ রুপির মূল্য। কোন ভারতীয় যদি বিলাসবহুল ভাবে ইরান ঘুরতে যেতে চান তাহলে তাকে মাত্র ভারতীয় মুদ্রায় ১০,০০০ টাকা নিয়ে গেলেই চলবে।
এই দেশে কোন ব্যক্তি যদি পাঁচতারা হোটেলে থাকতে চান তাহলে তাকে দৈনিক ৭০০০ টাকা অবধি ভাড়া দিতে হবে। এছাড়া মধ্যবিত্ত মানুষরা মাত্র ২০০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে ভালো হোটেল চাইলেই খুঁজে নিতে পারেন।
আরও পড়ুন: Big News: ৪৫০০ শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ SSC-এর মাধ্যমে! ভোটের আগেই বিজ্ঞপ্তি প্রকাশ!
ডলার রাখা অপরাধ:
ইরান দেশের কোন নাগরিক নিজের কাছে ডলার রাখতে পারেন না। তাদের কাছে এটাকে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ইরানের মানুষ চাইলে নিজের কাছে টাকা রাখতে পারেন। বিগত কয়েক বছর ধরেই ডলার রাখা বন্ধ করে দিয়েছেন ইরানের সরকার। বর্তমানে এই দেশ ভারতসহ অন্যান্য কিছু দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার জন্য নিজস্ব স্থানীয় মুদ্রা ব্যবহার করে থাকেন। বর্তমানে ডলার রাখা বন্ধ করে দেওয়ার কারণে অবৈধভাবে ডলার পাচারের কাজ চলছে ইরান জুড়ে।
ইরান যেমন বিশ্বের প্রাচীনতম একটি দেশ তেমনি ইরানের মুদ্রা রিয়ালও প্রাচীনতম মুদ্রা বলে পরিচিত। এই মুদ্রা প্রথম চালু হয়েছিল ১৭৯৮ সালে এবং এই মুদ্রা ছাপানো বন্ধ হয়ে গিয়েছিল ১৮২৫ সালে। পরবর্তীতে আবার চালু হয়েছিল এই মুদ্রা। বিশ্ব বাজারে এই মুদ্রার মূল্য দ্রুত নিচে নামতে থাকে ২০১২ সাল থেকে।
২০১৮ সালের শুরু থেকে ইরানি রিয়াল মুদ্রা তার আসল দাম থেকে প্রায় পাঁচ গুণ কমে গিয়েছিল ২০২০ সালের জুন মাস নাগাদ। এই সময় থেকেই বৃদ্ধি পেয়েছিল মুদ্রাস্ফীতি এবং এর সাথে পাল্লা দিয়ে বেড়ে গিয়েছিল জিনিসপত্রের দামও।
আরও পড়ুন: Breaking News: B.Ed করে প্রাইমারী শিক্ষক পদে চাকরি! আদলতে যা জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ
মুদ্রাস্ফীতি এই দেশে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছিল। এই মুদ্রাস্ফীতি এতটাই বেড়ে গিয়েছিল যা, এই দেশকে দশম সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছিল। সেই সময় অর্থাৎ ২০২২ সালে ৪২.৪ শতাংশ ছিল ইরানের মুদ্রাস্ফীতির হার। তাই এই দেশে মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। এখানকার মানুষ চাকরি অপেক্ষা নিজেদের পছন্দমত জীবিকা বেছে নিতে চেষ্টা করে। এই দেশে দারিদ্র্যের সংখ্যা ৫০ শতাংশেরও বেশি যদিও আনুষ্ঠানিক কর্মসংস্থানে রয়েছে মাত্র ২৭.৫ শতাংশ মানুষ।
সৌন্দর্য মন্ডিত দেশ হিসাবে ইরান দেশের নাম করা যায়। এখানে এমন কিছু স্থাপত্য আছে যেগুলির অপরূপ সৌন্দর্যতা পর্যটকদের মুগ্ধ করে তোলে। এই দেশে এমন কিছু স্থান রয়েছে যেগুলি অবিশ্বাস্য রকমের সুন্দর। এই দেশের জায়গার মতো এই দেশের মানুষগুলোর আতিথেয়তাও অনেক বেশি সুন্দর ও আন্তরিক।
৭০০০ বছরেরও বেশি পুরানো হলো এই সভ্যতা। এই দেশ পর্যটকদের কাছে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় কারণ এখানে আছে তুষার ঢাকা পাহাড়, সবুজ বন জঙ্গল, মনোরম উপত্যকা এবং লবণাক্ত হ্রদে ঘেরা অনেক দূর পর্যন্ত বিস্তৃত মরুভূমি ।
আর কোন কোন দেশে ভারতীয় রুপির মূল্য অনেক বেশি আসুন সেটা জেনে নেওয়া যাক। অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসেছে সিয়েরা লিওনের অর্থনীতিও। তবে এই দেশের ২৩৮.৩২ টাকার সমান হল ১ ভারতীয় রূপি। এবং ইন্দোনেশিয়াতে যেটা ১৯০ টাকা ভারতীয় মুদ্রা তে সেটাই ১ রুপির মূল্য।
ভারতীয় ১ রুপির মূল্য ৩০০ টাকা হয়ে যায় ভিয়েতনামে গেলে। ভিয়েতনাম হলো এমন একটি দেশ যেখানে কম টাকায় খুব সহজেই ঘুরে আসা যায় এবং মনোমুগ্ধকর এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যও। এছাড়াও এই দেশ তার খাবারের জন্য অনেক নাম করেছে।
দারুন একটি পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ইন্দোনেশিয়ার কথা বলতে পারি। এই জায়গা অনেক ভারতীয় পর্যটকদের আকর্ষণ করেছে। দ্বীপ দেশ নামেও পরিচিত এই দেশটি। ভারতীয়দের অনেক দেবতা এবং দেবীর মন্দির ও এই দেশে দেখা যায়।