Google Pay: প্রতিদিন ২০০০ টাকা গুগল পে থেকে আয় করুন! রইলো সহজ পদ্ধতি
Make Money from Google Pay: এই উন্নত প্রযুক্তি এবং টেকনোলজি যুগে প্রায় সকল মানুষই কমবেশি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন করেন। এই সকল কাজের জন্য ব্যবহৃত হয় একাধিক অ্যাপ। আপনার দৈনন্দিন কাজ যেমন- অনলাইন রিচার্জ (Recharge), বিল জমা (Bill Payment) বা অন্য ব্যক্তির কাছে অর্থ হস্তান্তরের মাধ্যমে বাড়িতে বসে করতে পারেন উপার্জন। Google pay অ্যাপের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে দুই হাজার টাকা উপার্জন করবেন সেটি জেনে নিন আজকে এই প্রতিবেদনে।
আপনি যদি Google pay অ্যাপের মাধ্যমে প্রত্যহ ৫০০ টাকা অথবা ১০০০ টাকা আয় করতে চান তবে আপনাকে দুটি পদ্ধতি মেনে চলতে হবে। প্রথমটি হল- Google Pay অ্যাপ রেফারেল আর অপর একটি হল- ক্যাশব্যাক অফার। তবে কিছু মানুষ হয়তো এই ধাপ দুটি অনুসরণ করে ইতিপূর্বেই অর্থ আয় করেছেন। তবে এমন অনেক মানুষ আছেন যারা এই অ্যাপটি সম্পর্কে এখনো তেমন কিছু জানেন না। তাই জানুন Google Pay Earning Tricks সম্পর্কে।
Google Pay রেফারেলের মাধ্যমে অর্থ আয়:
বর্তমানে আপনি যদি আপনার Google Pay-র নিজস্ব লিঙ্ক অপর কোন ব্যক্তিকে শেয়ার করেন। তারপর সে যদি উক্ত লিঙ্ক-এর মাধ্যমে Google pay অ্যাপটিতে তার একটি অ্যাকাউন্ট প্রস্তুত করে ব্যবহার করেন, তবে আপনি ১০১ টাকা অবধি ক্যাশব্যাক পাবেন Google pay-এর তরফ থেকে। তবে ক্ষেত্র বিশেষে ২০১ টাকা অবধি ক্যাশব্যাকও পান অনেকেই। এরপর ওই ব্যক্তি যদি উক্ত অ্যাপের মাধ্যমে আপনার সাথে লেনদেন করেন তবে আপনি পাবেন ক্যাশব্যাক।
যদি সেই ব্যক্তি Google pay অ্যাকাউন্ট থেকে আপনার সাথে লেনদেন নাও করে তবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে মাত্র ২০০ টাকা পাঠিয়ে ১০১ টাকা থেকে ২০১ টাকা অবধি করতে পারবেন অর্থ আয়। আপনি যদি একই রকম ভাবে আপনার Google Pay অ্যাপের লিংক ৫ জন ব্যক্তির সাথে শেয়ার করেন তবে পেয়ে যাবেন ৫০০ টাকা থেকে ১০০০ টাকা ক্যাশব্যাক
Google Pay-তে ক্যাশব্যাক অফারের মাধ্যমে উপার্জন (Google Pay Cash Back Offer):
Google pay-এর মাধ্যমে আমরা প্রায় সকলেই বাড়িতে বসে অনেক কাজকর্ম করি। যেমন- ইলেকট্রিক বিল (Electricity Bill) পেমেন্ট থেকে জলের বিল (Water Bill) , DTH বা কেবল টিভি রিচার্জ (Cable TV Recharge), মোবাইল রিচার্জ (Mobile Recharge), ব্রডব্যান্ড (Broadband)/ল্যান্ডলিন রিচার্জ (Landline Recharge)করা, গ্যাস সিলিন্ডার বুকিং (Gas Cylinder Booking) ইত্যাদি একাধিক কাজ ছাড়াও অন্য ব্যক্তির কাছে অর্থ হস্তান্তর করে থাকি।
উপরের কাজগুলি করতে আমরা কম বেশি সকলেই ব্যবহার করি Google Pay অ্যাপ। Google Pay-এর মাধ্যমে এই সকল লেনদেনের জন্য প্রদান করা হয় ক্যাশব্যাক। তাছাড়া গুগল পে (Google Pay) অ্যাপের মাধ্যমে লেনদেনের জন্য অন্যান্য একাধিক অফার প্রদান করা হয় যার সাহায্যে আপনি চাইলে অধিক পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন (Google Pay Earning Tricks)।।
Google Pay অ্যাপ ডাউনলোড করার পদ্ধতি:
১. প্রথমে আপনাকে Google Play Store অ্যাপটি ওপেন করতে হবে।
২. এরপর Google Play Store-এ সার্চ অপশনে আপনাকে Google Pay লিখে সার্চ করতে হবে।
৩. এরপর আপনি Google pay অ্যাপটির ডাউনলোড (Download) বা ইনস্টল (Install) অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
৪. তারপরই আপনার ফোনে Google pay অ্যাপটি ইনস্টল হয়ে যাবে।