৩৫,০০০ টাকা পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন (Rolls Royce Unnati Scholarship 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Rolls Royce Unnati Scholarship 2023 (রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩), Apply Online, Last Date, Official Website

দরিদ্র অথচ মেধাবী মেয়েদের উচ্চ শিক্ষার পথ সুগম করার জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলার্শিপ হলো ‘উন্নতি স্কলারশিপ’ (Rolls Royce Unnati Scholarship)। রোলস রয়েস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে এই স্কলারশিপের আয়োজন করা হয়েছে। সম্পর্কিত বিস্তারিত তথ্য নিম্নে আলোচিত হলো-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

Rolls Royce Unnati Scholarship 2023: Scholarship Name | রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩: স্কলারশিপের নাম

রোলস-রয়েস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফে পড়ুয়াদের যে স্কলারশিপ প্রদান করা হবে তা হলো- ‘উন্নতি স্কলারশিপ’ (Rolls Royce Unnati Scholarship 2023)Rolls Royce

Rolls Royce Unnati Scholarship 2023: Scholarship Amount | রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩: বৃত্তির পরিমাণ

এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত ছাত্রীদের এককালীন ৩৫,০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও এই সমস্ত পড়ুয়ারা রোলস-রয়েসে নারী প্রকৌশলীদের থেকে পরামর্শদানের সুযোগও পাবেন।

How Many Students Will Get Rolls Royce Unnati Scholarship 2023: Scholarship Amount | উন্নতি স্কলারশিপ ২০২৩: কতজন প্রাপক বৃত্তি পাবেন

এই স্কলারশিপের অধীনে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে পাঠরত ১৫০ জন ছাত্রী এই বৃত্তি পাবেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Rolls Royce Unnati Scholarship 2023: Selection Process | রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া

এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রীদের নির্বাচন কমিটি শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করবে। এরপর নির্বাচিত ছাত্রীদের ফোন করে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

Rolls Royce Unnati Scholarship 2023 Apply Online: | রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩: আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

২) প্রথমে আপনাকে ‘Buddy4Study Rolls-Royce Unnati Scholarship Application’-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে।

৩) তারপর আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

৪) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনার সামনে আবেদনের ফর্মটি খুলে যাবে।

৫) তারপর আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে আপনার প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।

Rolls Royce Unnati Scholarship 2023: Required Documents | রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার দশম এবং দ্বাদশ শ্রেণির মার্কশিট
  • আপনার ভর্তির রশিদ
  • আপনার বর্তমান শিক্ষাবর্ষের ফি রশিদ
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার আধার কার্ড
  • আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স
  • আপনার একটি বৈধ মোবাইল নম্বর
  • আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি
Rolls Royce Unnati Scholarship

Rolls Royce Unnati Scholarship 2023: Eligibility | রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩: যোগ্যতা

১) এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রীদের ভারতীয় নাগরিক হতে হবে।

২) আবেদনকারী ছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বরসহ পাশ হতে হবে।

৪) এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রীদের প্রযুক্তি/ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষে পাঠরত হওয়া আবশ্যক।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন
Apply Online আবেদন করুন

FAQ: Rolls Royce Unnati Scholarship 2023 (রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩)

Q: Rolls Royce Unnati Scholarship 2023 (রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩)-এ আবেদন কিভাবে করতে হবে?

Ans: অনলাইন মাধ্যমে।

Q: Rolls Royce Unnati Scholarship 2023 (রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: প্রযুক্তি/ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষে পাঠরত হতে হবে।

Q: Rolls Royce Unnati Scholarship 2023 (রোলস রয়েস উন্নতি স্কলারশিপ ২০২৩)-এ কত টাকা বৃত্তির পরিমাণ কত?

Ans: ৩৫,০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *