IPL 2024: লোকসভা ভোটের জন্য আইপিএল কি বিদেশে হবে? জানিয়ে দিলেন বোর্ড সচিব
IPL 2024: আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন অবধি ভারতে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। ভারতীয় ক্রিকেট বোর্ড-এর তরফ থেকে ২২ মার্চ থেকে ৭ এপ্রিল অবধি IPL ম্যাচ সূচি নির্ধারণ করা হয়েছে। গুঞ্জন উঠেছে লোকসভা নির্বাচনের জন্য ২০২৪ সালের IPL-এর বেশিরভাগ খেলার বিদেশে আয়োজিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা দিন এই জল্পনার উত্তর দেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ একটি সাক্ষাৎকারে জানান, “না, IPL বিদেশে হবে না। ভারতেই হবে।” তিনি আরও বলেন, নির্বাচনের দিন নির্ধারণ হওয়ার ফলে এবার একটি আলোচনা সভা করে IPL খেলার বাকি সূচি নির্ধারণ করা হবে। তিনি জানান লোকসভা নির্বাচনের কথা স্মরণে রেখেই খেলার সূচি ঠিক করা হবে। তবে IPL ম্যাচ ভারতেই অনুষ্ঠিত হবে।
IPL চেয়ারম্যান অরুণ ধূমলও একই কথা বলেছেন। অরুণ সংবাদ মাধ্যম পিটিআইকে জানান, “আইপিএল কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। ভারতেই হবে। আমরা খুব তাড়াতাড়ি বাকি সূচি ঘোষণা করব।”
গুঞ্জন উঠেছিল লোকসভা নির্বাচনের জন্য IPL সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে আসা হবে। যদিও এটি নতুন নয় এর পূর্বেও একবার এমন ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন👉: Voter List: নতুন ভোটার তালিকায় বাদ যায়নি তো আপনার নাম? দেখে নিন এই ভাবে
২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য পুরো ক্রিকেট ম্যাচ হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। তবে ২০১৪ সালে ও ২০১৯ সালে নির্বাচনের সময় ক্রিকেট ম্যাচ হয়েছিল ভারতে। চলতি বছরও IPL খেলা ভারতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ডের দুই কর্তা।
আরও পড়ুন👉: Breaking News: রাজ্যে ১৫০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: বেতন বেড়ে গেল লোকসভা ভোটের আগেই! এরা পাচ্ছেন এই ‘উপহার’