সরাসরি মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
Air India Airport Services Limited-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ২৪৭ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক অযোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Air India Airport Services Limited-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
১) Dy. Terminal Manager
২) Duty Officer
৩) Jr. Officer – Passenger
৪) Jr. Officer – Technical
৫) Customer Service Executive
৬) Ramp Service Executive
৭) Utility Agent Cum Ramp Driver
৮) Handyman
৯) Handywoman
মোট শূন্যপদ (Total Vacancy)
এই চাকরির ক্ষেত্রে সবগুলি পদ মিলিয়ে মোট ২৪৭ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন👉: IPL 2024-এর মাঝেই সস্তার প্ল্যান আনলো Jio! ৫৬ দিন পাবেন আনলিমিটেড কল ও ডেটা
বয়সসীমা & বেতন (Age Limit & Salary)
ক্রমিক নম্বর | পদের নাম | বয়সসীমা | মাসিক বেতন |
1 | Dy. Terminal Manager | ৬০,০০০ টাকা | |
2 | Duty Officer | ৩২,২০০ টাকা | |
3 | Jr. Officer – Passenger | ২৯,৭৬০ টাকা | |
4 | Jr. Officer – Technical | ২৯,৭৬০ টাকা | |
5 | Customer Service Executive | ২৭,৪৫০ টাকা | |
6 | Ramp Service Executive | ২৭,৪৫০ টাকা | |
7 | Utility Agent Cum Ramp Driver | ২৪,৯৬০ টাকা | |
8 | Handyman | ২২,৫৩০ টাকা | |
9 | Handywoman | ২২,৫৩০ টাকা |
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদে চাকরি করতে হলে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে হবে। আবেদনের ফর্ম ফিলাপ করে তার সঙ্গে আবেদন ফি এর টাকা সঙ্গে রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সহ সমস্ত কিছু নিয়ে ইন্টারভিউ সেন্টারে উপস্থিত হতে হবে। আবেদনের ফর্ম পাওয়া যাবে অফিসিয়াল নোটিশে এবং এই অফিসিয়াল নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে।
আরও পড়ুন👉: ভোট দেবেন না? এরা ভোট না দিলেই জরিমানা!
আবেদন ফি (Application Fee)
আবেদন ফ্রি হিসেবে প্রার্থীদের ৫০০ টাকা প্রদান করতে হবে তবে প্রাক্তন সৈনিক ও SC/ST ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
প্রত্যেকটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশ ফলো করুন।
আরও পড়ুন👉: Lok Sabha Vote 2024: ভোটার কার্ড না থাকলেও এরা ভোট দিতে পারবেন, বিশেষ ব্যবস্থা ইলেকশন কমিশনের
এছাড়াও এই পদে আবেদন সংক্রান্ত বা অন্য কিছু জানতে এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.aiasl.in ফলো করুন।
WALK-IN এর তারিখ: আগামী 15, 17 ও 19 এপ্রিল, 2024 তারিখে WALK-IN সংঘটিত হবে।
আরও পড়ুন👉: ৩৮ হাজার ৩১৫ টাকা বেতনে ব্যাংকে প্রচুর নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: গরমে বিদ্যুতের বিল নিয়ে চিন্তায়? এই ৫ পদক্ষেপে বিল এক ধাক্কায় কমে যাবে!