Breaking News: B.Ed করে প্রাইমারী শিক্ষক পদে চাকরি! আদলতে যা জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কলকাতা হাইকোর্ট (Colcutta High Court) প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় চূড়ান্ত রায়দান বন্ধ রাখল। কলকাতা হাইকোর্ট বিএড (B.Ed) ডিগ্রী প্রার্থীদের প্রাথমিক শিক্ষকের (Primary Teacher) চাকরি বাতিল মামলায় চূড়ান্ত রায়দান এই মুহূর্তে বন্ধ রাখল।

বিএড (B.ED) ডিগ্রীধারী প্রার্থীদের শিক্ষাকতার চাকরি বাতিল করার জন্য কলকাতা হাইকোর্টের (Colkata High Court) করা হয় মামলা। উক্ত মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু আদালতের তরফ থেকে চূড়ান্ত রায়দানের ক্ষেত্রে স্থগিত জারি করা হয়েছে।

ইতিমধ্যে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড (B.ED) ডিগ্রি যথার্থ নয়। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একমাত্র ডিএলএড (D.EL.ED) ডিগ্রিধারীরা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

উক্ত নির্দেশের উপর ভিত্তি করেই বিএড (B.ED) ডিগ্রি আছে এমন প্রার্থীদের প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টের মামলা করা হয়। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ শুক্রবার দিন উক্ত মামলার শুনানির শেষে চূড়ান্ত রায়দান স্থগিত রাখেন।

আরও পড়ুন: Big News: ৪৫০০ শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ SSC-এর মাধ্যমে! ভোটের আগেই বিজ্ঞপ্তি প্রকাশ!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

উক্ত মামলার শুনানিতে মামলাকারি পক্ষের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য বিএড (B.ED) ডিগ্রী যথার্থ নয় কেবলমাত্র ডিএলএড (D.EL.ED) প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। সুতরাং যে সমস্ত প্রার্থী বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক শিক্ষক পদে শিক্ষকতা করছেন তাদের চাকরি নিয়ম অনুযায়ী অবৈধ।

তবে প্রাথমিক শিক্ষক পর্ষদের (West Bengal Board of Primary Education) তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে বলা হয় যে, সুপ্রিম কোর্টের তরফ থেকে জারি করা ওই নির্দেশিকা আগের সময়ের জন্য কার্যকর হবে নাকি আগামী সময়ের জন্য প্রযোজ্য হবে সেটি এখনো সুস্পষ্ট ভাবে জানানো হয় নি। এই প্রসঙ্গটি নিয়ে এর মধ্যেই মধ্যপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে।

আরও পড়ুন: সরাসরি সরকারি স্কুলে শিক্ষকতার সুযোগ! বিস্তারিত জেনে নিন

সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে উক্ত মামলার শুনানি এখনো শেষ হয়নি তাই পশ্চিমবঙ্গে এখনও এই বিষয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না কলকাতা হাইকোর্ট। সুতরাং মামলা চূড়ান্ত রাখার অনুরোধ জানাই প্রাথমিক শিক্ষা পর্ষদ।

উক্ত মামলায় উভয় পক্ষের মন্তব্য শোনার পর বিচারপতি অমৃত সিনহা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) আবেদন খারিজ করে মামলাটির রায়দান স্থগিত রাখছে। উক্ত মামলার চূড়ান্ত রায় দানের ওপর পশ্চিমবঙ্গের কয়েক হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নির্ভর করে আছে।

আরও পড়ুন: Underwater Metro: অপেক্ষার অবসান! গঙ্গার নীচে এই দিন থেকে চালু মেট্রো, রইল ৩ রুটের টাইমটেবিল-ভাড়া

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন