Balika Samriddhi Yojana: ১,০০০ টাকা পাবেন কন্যা সন্তান থাকলেই! এইভাবে আবেদন করতে হবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Balika Samriddhi Yojana: দেশের কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ যোজনা চালু করেছেন, যার নাম বালিকা সমৃদ্ধি যোজনা (Balika Samriddhi Yojana)। এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা তাদের শিক্ষা থেকে বিয়ে সবকিছুই নিশ্চিত করতে  পারে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

আমাদের দেশে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হলেই শুরু হয়ে যায় চিন্তা। সকল বাবা-মায়েরই তার মেয়ের সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নজর থাকে। কন্যা সন্তানের লেখাপড়া থেকে শুরু করে বিয়ে পর্যন্ত তার অভিভাবকদের অনেক টাকা খরচ করতে হয়। সেই দিকে লক্ষ্য রেখেই কেন্দ্রীয় সরকার অনেক ধরনের প্রকল্প শুরু করেছে,  যার মধ্যে একটি হলেও এই বালিকা সমৃদ্ধি যোজনা 

 এই প্রকল্পের উদ্দেশ্য:

এই প্রকল্পের উদ্দেশ্য গুলি হল-

(১) কন্যা সন্তানের  জন্মের সময় পরিবার-পরিজনের তার মায়ের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য এই প্রকল্পের সূচনা। 

(২) বিদ্যালয়  কন্যা শিশুদের সংখ্যাবৃদ্ধি ও তা ধরে রাখার জন্য ধরে রাখা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৩)  পাশাপাশি মেয়েদের অর্থ উপার্জনের  দিশা নির্দেশ করতে এই ধরনের প্রকল্পের সূচনা করেছে। কেন্দ্র সরকার। 

এই বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি ১৯৯৭ সালে কেন্দ্রীয় সরকারের নারী এবং শিশু উন্নয়ন পরিষদের উদ্যোগে চালু করা হয়। দারিদ্রসীমার নিচে বসবাসকারী কন্যা সন্তানদের সাহায্যার্থে এই প্রকল্পের সূচনা । যে সমস্ত কন্যা সন্তান প্রথম শ্রেণীতে পড়াশোনা করছেন এবং অনূর্ধ্ব নাবালক মেয়েদের এই প্রকল্পের মাধ্যমে প্রদান করা হবে স্কলারশিপ। এছাড়াও কন্যা সন্তান জন্ম দেওয়ার সুবাদে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মায়েদের ৫০০ টাকা অনুদান দেওয়া হবে।

Balika Samriddhi Yojana: Scholarship Ammount | বালিকা সমৃদ্ধি যোজনা: বৃত্তির পরিমাণ

১) যে সমস্ত কন্যা সন্তানরা প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছেন, তাদের বার্ষিক ৩০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।

২) যে সমস্ত কন্যা সন্তানরা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের বার্ষিক ৫০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

৩) যে সমস্ত কন্যা সন্তানরা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের বার্ষিক ৬০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।

৪) বার্ষিক ৭০০ টাকা বৃত্তি প্রদান করা হবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পাঠরত কন্যাদের।

৫) বার্ষিক ৮০০ টাকা বৃত্তি দেওয়া হবে অষ্টম শ্রেণীতে পাঠরত কন্যাদের।

৬) বার্ষিক ১,০০০ টাকা স্কলারশিপ প্রদান করা হবে দশম শ্রেণীতে পাঠরত কন্যাদের।

Balika Samriddhi Yojana: Scheme Benifits | বালিকা সমৃদ্ধি যোজনা: প্রকল্পের সুবিধা

১) কন্যা সন্তানদের এই যোজনার (Balika Samriddhi Yojana) মাধ্যমে যে অর্থ প্রদান করা হবে তা কন্যা সন্তানের নামে একটি সুদ বহনকারী অ্যাকাউন্টে রাখা হবে।

২) এই যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নির্বাচন করতে হবে রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন একটি ব্যাংক অথবা পোস্ট অফিস।

৩) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অথবা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটগুলি অ্যাকাউন্টটিকে সম্ভাব্য সর্বোচ্চ সুদের হার অর্জন করতে দেওয়ায় এই যোজনার ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলি প্রযোজ্য।

৪) এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে শিশু কন্যার বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পরই

৫) কন্যা সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর সে যদি অবিবাহিত থাকে, তাহলে সে এই টাকা তুলতে পারবে গ্রাম পঞ্চায়েত/পৌরসভা থেকে একটি শংসাপত্র দেখিয়ে

৬) ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বেই যদি মেয়েটি বিবাহিত হয়ে থাকে, তাহলে সে জন্ম পূর্ববর্তী অনুদান হিসেবে কেবলমাত্র ৫০০ টাকাই অনুদান পাবেন। অবশিষ্ট তহবিল অন্যান্য যোগ্য মহিলারা পাবেন।

৭) ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বেই যদি কন্যা সন্তানটির মৃত্যু হয়, তাহলে তার অ্যাকাউন্টে থাকা টাকা এই প্রকল্পের অধীনে থাকা অন্যান্য যোগ্য সুবিধাভোগীরা পাবেন।

How to Apply for Balika Samriddhi Yojana: | বালিকা সমৃদ্ধি যোজনা: আবেদন প্রক্রিয়া

১) আপনাকে এই প্রকল্পের (Balika Samriddhi Yojana) আবেদনপত্র আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী অথবা স্বাস্থ্য কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে।

২) তারপর আপনাকে যাবতীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।

৩) এরপর আবেদনপত্রের সাথে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স যুক্ত করতে হবে।

৪) এরপর যেখান থেকে আপনি আবেদনপত্র নিয়ে আসবেন সেখানে গিয়েই আপনাকে আবেদনপত্রটি জমা দিতে হবে।

Balika Samriddhi Yojana: Required Documents | বালিকা সমৃদ্ধি যোজনা: প্রয়োজনীয় নথিপত্র

এই প্রকল্পে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন তা হলো-

  • সন্তানের জন্মের শংসাপত্র (Birth Certificate)
  • বাবা-মায়ের ঠিকানা
  • অভিভাবকের পরিচয়ের প্রমাণপত্র

পরিচয় পত্র হিসেবে আবেদনকারী আধার কার্ড রেশন কার্ড ব্যাংক একাউন্টের পাসবুক ইত্যাদি প্রামাণ্য নথি হিসেবে দিতে পারেন।

Balika Samriddhi Yojana

Balika Samriddhi Yojana: Last Date of Apply | বালিকা সমৃদ্ধি যোজনা: আবেদনের শেষ তারিখ

প্রথম শ্রেণীতে পাঠরত থেকে সাবালিকা হওয়া পর্যন্ত এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

FAQ: Balika Samriddhi Yojana (বালিকা সমৃদ্ধি যোজনা)

Q: Balika Samriddhi Yojana (বালিকা সমৃদ্ধি যোজনা)-এ আবেদন কিভাবে করতে হবে?

Ans: আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী অথবা স্বাস্থ্য কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে।

Q: Balika Samriddhi Yojana (বালিকা সমৃদ্ধি যোজনা)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পাঠরত হতে হবে।

Q: Balika Samriddhi Yojana (বালিকা সমৃদ্ধি যোজনা)-এ বৃত্তির পরিমাণ কত?

Ans: ৩০০ থেকে ১,০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *