Bangla Awas Yojana: ১ লক্ষ টাকা পাবেন রাজ্যের বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে! এই ভাবে করতে হবে আবেদন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Bangla Awas Yojana list, (বাংলা আবাস যোজনা) apply online, elidibility

রাজ্যের সবাই যাতে বাড়ি পায়,  সবারই মাথার উপর যাতে ছাদ থাকে, কেউ যেন গৃহহীন না থাকে, সেই উদ্দেশ্যে  কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক প্রকল্পে চালু করা হয়েছে। ঠিক তেমনি রাজ্য  অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারও একই লক্ষে চালু করেছে একাধিক জনপ্রিয় প্রকল্প। সেগুলোর মধ্যে অন্যতম হলো বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) ।

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) অধীনে রাজ্যের সমস্ত ১ লক্ষ টাকা দেবেন পরিবারকে। যে সমস্ত রাজ্যের স্থায়ী বাসিন্দাদের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাদের প্রত্যেককেই এই টাকা দেওয়া হবে। এই দুটি সুবিধা উপলব্ধ থাকলেই আপনি পারবেন এই প্রকল্পের জন্য আবেদন করতে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

Bangla Awas Yojana: Scheme Name | বাংলা আবাস যোজনা: প্রকল্পের নাম

যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত পরিবারকে ১ লক্ষ টাকা দেবেন তা হলো- বাংলা আবাসযোজনা (Bangla Awas Yojana)।

Bangla Awas Yojana: Scheme Benifits | বাংলা আবাস যোজনা: প্রকল্পের সুবিধা

এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ৩ কিস্তিতে দেওয়া হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এই প্রকল্পে আবেদন করার পর আবেদনকারীর পোস্ট অফিস অথবা ব্যাংক একাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করা হবে।  সেই বাড়ি তৈরি করা হবে ২৫ বর্গমিটার জায়গায়। 

Bangla Awas Yojana: Who can Apply | বাংলা আবাস যোজনা: কারা আবেদনযোগ্য

১) এই প্রকল্পের জন্য আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) এই প্রকল্পের জন্য আবেদনকারী প্রার্থীদের বার্ষিক আয় দারিদ্র্যসীমার নিচে হতে হবে।

৩) আবেদনকারী প্রার্থীদের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক।

৪) এই প্রকল্পের জন্য একজন আবেদনকারী একবারই আবেদন করতে পারবেন

Bangla Awas Yojana list apply online elidibility

Bangla Awas Yojana Apply Online: | বাংলা আবাস যোজনা: আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনি যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, সেই পঞ্চায়েতে গিয়ে একটি আবেদন ফর্ম নিয়ে আসতে হবে।

২) তারপর আপনাকে সেখানে উল্লেখিত সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৩) এরপর ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

FAQ: Bangla Awas Yojana (বাংলা আবাস যোজনা)

Q: Bangla Awas Yojana (বাংলা আবাস যোজনা)-এ আবেদন কিভাবে করতে হবে?

Ans: আপনি যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, এই পঞ্চায়েতে গিয়ে আবেদনের ফরম নিয়ে সমস্ত তথ্য পূরণ করে জমা দিতে হবে।

Q: Bangla Awas Yojana (বাংলা আবাস যোজনা)-এ কত টাকা অনুদান দেওয়া হবে?

Ans: ১ লক্ষ ২০ হাজার টাকা।

Q: Bangla Awas Yojana (বাংলা আবাস যোজনা)-এ বার্ষিক আয় কত হতে হবে?

Ans: দারিদ্র্যসীমার নিচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *