OTP ছাড়াই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! বাঁচার উপায় দিল সরকার
বর্তমানে সাইবার ক্রাইম ক্রমশ বেড়েই চলেছে। সাইবার ক্রাইম বন্ধের উদ্দেশে একাধিক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে সরকার (Government of India)। এর পরও দিন দিন এই সাইবার প্রতারকদের সংখ্যা বেড়েই চলেছে। তাই স্বাভাবিকভাবেই প্রতারকদের রুখতে আবারও একটি নতুন পদক্ষেপ গ্রহণ করল ভারত সরকার (Government of India)। সরকারের তরফ থেকে জারি করা হয়েছে নতুন সতর্ক বার্তা। যে বার্তায় দেশের জনগণকে সচেতন এবং সতর্ক থাকতে বলা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Home Ministry of India) পক্ষ থেকে, সাইবার প্রতারকদের থেকে জনগণকে নিরাপদ রাখার উদ্দেশ্যে এই নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে। উক্ত সতর্কবার্তায় সাইবার প্রতারকদের প্রতারনার নতুন এক পদ্ধতির কথা তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া সতর্কবার্তায় বলা হয়েছে যে, OTP না চেয়েও সম্পূর্ণ খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account)।
মানুষ ঠকানোর নতুন উপায়
জনগণ কে প্রতারিত করার জন্য প্রতারকগণ মোবাইলে (Mobile) একটি মেসেজ প্রেরণ করেছে। উক্ত মেসেজ (massage) লেখা থাকছে, মেসেজে দেওয়া নম্বরটি ডায়েল করতে অন্যথায় আপনার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাবে। মেসেজটিতে *401#99963….45 (যে কোনও নম্বর) এমন কোনো নম্বর দেওয়া থাকছে যেটিতে ফোন করার কথা বলা হচ্ছে।
এরপর আপনার ফোনটির দ্বারা আর কোনো কাজ সম্পূন্ন হবে না এমনও বলা থাকছে মেসেজ। অনেকেই এই ব্যাপারটা বুঝতে না পেরে ডায়েল করছেন আর প্রতারনার ফাঁদে পড়ছেন। আপনার ফোনেও যদি এসে থাকে এমন মেসেজ তবে সরকারের পক্ষ থেকে আপনাকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে।
আরও পড়ুন: ভাগ্য খুলবে ঘরে বসেই! লক্ষ লক্ষ টাকা এনে দেবে এই একটি মাত্র ৫ টাকার নোটই!
নম্বর ডায়াল করলে ঠিক কী ঘটছে?
প্রতারকদের দ্বারা পাঠানো মেসেজে (massage) প্রদত্ত নম্বরটিতে যদি আপনি কল করেন, তবে প্রতারকগণ প্রথমেই আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবে। এর ফলে আপনি আপনার মোবাইল ফোনে যা যা করবেন সমস্ত কিছুর উপর নজর থাকবে প্রতারকদের। তার ফলেই OTP ছাড়াই ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট।
আরও পড়ুন: ৩০০০ টাকা প্রতি মাসে মিলবে কেন্দ্র সরকারের প্রকল্পে! এভাবে করুন আবেদন
এই ধরনের স্ক্যাম বা জালিয়াতি থেকে বাঁচবেন কীভাবে?
আপনি যদি এই প্রকার স্ক্যাম (Scam) থেকে পরিত্রাণ পেতে চান তবে প্রথমেই আপনাকে এই প্রকার মেসেজ (massage) এড়িয়ে চলতে হবে কোনো প্রকার রিপ্লাই করা যাবে না। এই প্রকার প্রতারণায় ফোন বা সিম কার্ড (Sim Card) হ্যাক হলে তার কোনো প্রকার তথ্য ফোনে আসে না।
আরও পড়ুন: Vastu Tips: লাখ লাখ টাকা আসবে, ঘরে লাগান এই ফুলগাছ
আবার এমনও হয় কখনো কখনো আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। আসলে ওই অ্যাপটি একটি VPN অ্যাপ। যার মাধ্যমে প্রতারকগণ আপনার ফোনের সমস্ত ডেটা চুরি করতে সক্ষম হয়। তাই ভুল করে হলেও অজানা নম্বর থেকে পাঠানো কোন লিংকে ক্লিক করবেন না।