Bank Holidays in February 2024: ফেব্রুয়ারিতে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, দেখে নিন তালিকা
Bank Holidays in February 2024: জানুয়ারি মাসের অন্তিম লগ্নে চলে এসেছি আমরা সামনেই ফেব্রুয়ারি মাস। ২০২৪ সাল লিপ ইয়ার হওয়ায় এবছরের ফেব্রুয়ারি মাস ২৯ দিনের। আর এই ফেব্রুয়ারি মাসে রয়েছে একাধিক ছুটি। আপনার যদি এই মাসে কোন ব্যাংক সংক্রান্ত কাজ থেকে থাকে তবে তা অবিলম্বে সম্পন্ন করুন। কারণ এই ফেব্রুয়ারি মাসে শনি-রবিবার ও উৎসবের ছুটি মিলিয়ে মোট ১১ দিন থাকবে ব্যাংক বন্ধ (Bank Holidays)। আজকের এই প্রতিবেদনে জেনে নিন কোন কোন দিন থাকবে ব্যাংক বন্ধ।
৪,১০,১১ ফেব্রুয়ারি:
৪ ফেব্রুয়ারি রবিবার দেশব্যাপী ব্যাংক বন্ধ। ১০ ফেব্রুয়ারি; ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ। এছাড়াও ওই দিন গ্যাংটকে লোসার উৎসব অনুষ্ঠিত হয়। ১১ ফেব্রুয়ারি রবিবার দেশব্যাপী ব্যাংক বন্ধ।
১৪,১৫,১৮ ফেব্রুয়ারি:
২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বসন্ত পঞ্চমী উৎসব তাই কিছু কিছু স্থানে থাকবে ব্যাংক বন্ধ। ১৪ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উৎসব হাওয়ায় ঐদিন পশ্চিমবঙ্গ (West Bengal), উড়িষ্যা (Odisha), ত্রিপুরা (Tripura)-তে থাকবে ব্যাংক ছুটি। ১৫ ফেব্রুয়ারি Lui-ngai-Ni-এর জন্য মণিপুরে ব্যাংক বন্ধ। ১৮ ফেব্রুয়ারি রবিবার দেশব্যাপী ব্যাংক বন্ধ।
১৯,২০,২৪ ফেব্রুয়ারি:
১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজী জয়ন্তী উপলক্ষে মহারাষ্ট্রে ব্যাংক বন্ধ। ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় দিবস উপলক্ষে অরুণাচল প্রদেশ ও মিজোরামে ব্যাংক বন্ধ। ২৪ ফেব্রুয়ারি চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক ছুটি।
আরও পড়ুন: ১২ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মান্যতা দিল সুপ্রিম কোর্ট
২৫, ২৬ ফেব্রুয়ারি:
২৫ ফেব্রুয়ারি রবিবার দেশব্যাপী ব্যাংক বন্ধ। ২৬ ফেব্রুয়ারি Nyokum উপলক্ষে অরুণাচল প্রদেশের ব্যাংক বন্ধ।
আরও পড়ুন: Policy: খুলে যাবে ভাগ্যের দ্বার! ২৯ টাকা ৪ লক্ষ টাকা হয়ে ফিরবে LIC-এর এই পলিসিতে
ব্যাংক ছুটি থাকলেও সমস্যা হবে না গ্রাহকদের:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর তরফ থেকে প্রকাশিত ছুটির তালিকা অনুসারে, রাজ্যভিত্তিক ছুটির তালিকা ভিন্ন। কোন কোন দিন ব্যাংক ছুটি তার সম্পূর্ণ তালিকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা আছে। সেখানে রাজ্যভিত্তিক ভিন্ন ভিন্ন উৎসবে ভিন্ন ভিন্ন দিন ছুটি ঘোষিত রয়েছে। তবে আপনি যদি ব্যাংকের অনলাইন পরিষেবা গ্রহণ করতে সক্ষম হন, তবে ব্যাংক ছুটি থাকলেও কোনো সমস্যায় পড়বেন না আপনি। কারণ ব্যাংক ছুটির দিনগুলিতেও অনলাইন ব্যাংকিং (Net Banking) পরিষেবা উপলব্ধ থাকবে।