Fixed Deposit Rates: FD-তে ৯ শতাংশেরও বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, মালামাল হতে তালিকা দেখে নিন
(১/১০) সাধারণ মানুষের কাছে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) হলো একটি চমৎকার প্রকল্প। অনেকসময় এই প্রকল্পের কিছু কিছু ক্ষেত্রে সুদের হার ৯ শতাংশ বা তার বেশি। এই প্রকল্পটি সুরক্ষিত এবং ঝুঁকি মুক্তি অর্থ ফেরতের একটি দুর্দান্ত মাধ্যম হিসেবে বিবেচিত। যদি কোনো বিনিয়োগকারীর কিছু অর্থ সঞ্চিত থাকলে তবে সে এই প্রকল্প বিনিয়োগ করতে পারেন।
(২/১০) এই প্রকল্পে ভালো পরিমান সুদ পেতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি স্মল ফাইন্যান্স (Small Finance) ব্যাঙ্কগুলিতেও বিনিয়োগ করা যেতে পারে।
৯% অধিক সুদের হার:
(৩/১০) আপনি যদি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করার কথা ভেবে থাকেন তবে স্মরণে রাখবেন এমন কিছু ফিক্সড ডিপোজিট বিনিয়োগ মাধ্যম রয়েছে যেখানে সুদের হার বেশ চড়া। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে বিনিয়োগ করলে পাওয়া যাবে ৯ শতাংশ বা তার থেকেও বেশি সুদ। কোথায় কোথায় স্থায়ী আমানতে এমন সুদ পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রতিবেনটি সম্পূর্ণ পড়ুন।
ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Equates Small Finance Bank):
(৪/১০) এক্ষেত্রে আমরা সর্বপ্রথম ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের (Equates Small Finance Bank)নাম উল্লেখ করতে পারি। এই ব্যাংক থেকে নবীন মানুষরা ৯ শতাংশ হারে সুদ এবং বয়স্ক নাগরিকরা বা প্রবীণ মানুষরা সুদ পাবেন ৯.৫ শতাংশ হারে।
আরও পড়ুন: রাজ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! আজই আবেদনের শেষ দিন
(৫/১০) কোনো ব্যক্তি এই হারে সুদ তখনই পাবেন যখন তিনি এই ব্যাংকে ৪৪৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিট ( Fixed Deposit) করবেন। এখানে বিভিন্ন সময়ের ভিত্তিতে বিনিয়োগে সুদের হার ৪ শতাংশ থেকে ৯ শতাংশ অবধি প্রদান করা হয়।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Unity Small Finance Bank):
(৬/১০) ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে(Unity Small Finance Bank ) ১,০০১ দিনের ফিক্সড ডিপোজিট ( Fixed Deposit)-এর উপর সাধারণ মানুষরা পেয়ে যাবেন ৯ শতাংশ হারে সুদ আর বয়স্ক মানুষরা পেয়ে যাবেন ৯.৫ শতাংশ হারে সুদ।
(৭/১০) বয়স্ক মানুষ বা প্রবীণ নাগরিকরা ৫০১ দিনের স্থায়ী অমানতের উপর পাবেন ৯.২৫ শতাংশ সুদ। আর ৭০১ দিনের স্থায়ী অমানতের উপর প্রবীণ নাগরিকরা পাবেন ৯.৪৫ শতাংশ হারে সুদ।
ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Fincare Small Finance Bank):
(৮/১০) ফিনকেয়ার স্মল ফাইনান্স ব্যাংক (Fincare Small Finance Bank) হল আর একটি ক্ষেত্র যেখানে ৭৫০ দিনের স্থায়ী অমানতে (Fixed Deposit) সর্বাধিক সুদের হার ৯.২১ শতাংশ।
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Jon Small Finance Bank):
(৯/১০) উক্ত ব্যাংকে বিনিয়োগকারীরা ফিক্সড ডিপোজিট ( Fixed Deposit) করলে বিনিয়োগের সময়ের ভিত্তিতে পেয়ে যাবে ৩.৫ শতাংশ থেকে ৯ শতাংশ অবধি সুদের হার।।
আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মালদহ মেডিক্যাল কলেজে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন
(১০/১০) উক্ত ব্যাঙ্কে এক বছরের ফিক্সড ডিপোজিটের ( Fixed Deposit) ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পাবেন সর্বোচ্চ ৯ শতাংশ সুদের হার এবং নবীন নাগরিকরা ফিক্সড ডিপোজিট ( Fixed Deposit)-এর উপর পাবেন ৮.৫ শতাংশ সুদের হার। এই ব্যাংকও একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম।