মে মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে, দেখে নিন RBI-এর ছুটির তালিকা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

দেশের সর্ববৃহৎ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)-র দেওয়া ঘোষণা অনুযায়ী এই বছর এপ্রিল মাসে মোট ১৪ টি ছুটি ছিল। এর মধ্যে বেশ কয়েকটি ছুটি শেষ হয়ে গিয়েছে। তবে সামনে ২৭ এপ্রিল চতুর্থ শনিবার এবং ২৮ এপ্রিল রবিবার হওয়ার কারণে ঐ দিনগুলোতে ব্যাংক বন্ধ  (Bank Holiday) থাকবে।

প্রায়শই একাধিক প্রয়োজনে আমাদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে। এই অবস্থায় কোনদিন নিয়ে যদি দেখা যায় ব্যাংক বন্ধ তাহলে অনেক হয়রানের শিকার হতে হয়। তাই ব্যাংকে যাওয়ার আগে জেনে নিন কোন দিনগুলোতে ব্যাংক বন্ধ (Bank Holiday) থাকবে। রিজার্ভ ব্যাংকের (RBI) তরফ থেকে প্রতিটি মাস শুরু হওয়ার আগে সেই মাসের মোট ছুটির দিন (Bank Holiday) ধার্য করা হয়।

মে মাসে কত দিন ব্যাংক বন্ধ থাকবে?

মাসের  দ্বিতীয় ও চতুর্থ শনিবারের সঙ্গে সঙ্গে একাধিক উৎসব থাকার কারণে এই মাসে বেশি ছুটি থাকবে। এই মাসে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী, নজরুল জয়ন্তী, অক্ষয় তৃতীয়ার মতো একাধিক উৎসব। আর এই উৎসব উপলক্ষে ব্যাংকগুলি ঐদিন বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাংকের (RBI) দেওয়া তথ্য অনুসারে আগামী মে মাসে মোট ১২ দিনের ছুটি রয়েছে। ব্যাংক প্রদত্ত তথ্য অনুসারে আগামী মে মাসের যে দিনগুলিতে ছুটি থাকবে সেগুলি হল নিম্নরূপ-

আরও পড়ুন👉: Post Office Savings Scheme: ৫০ টাকা করে দিয়ে ৩৫ লক্ষ টাকা ফেরত পাবেন পোস্ট অফিসের এই স্কিমে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

১) মে মাসের তারিখে শ্রম দিবস এবং মহারাষ্ট্র দিবসের কারণে ঐদিন মহারাষ্ট্রের ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও অন্যান্য একাধিক জায়গার ব্যাংক যেমন কলকাতা, বেলাপুর,  অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মুম্বাই, চেন্নাই, নাগপুর, পানাজি, ইম্ফল, পাটনা, কোচি, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম এবং গুয়াহাটিতে ঐদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২) এরপরে ৫ মে তারিখ রবিবার উপলক্ষে সমস্ত দেশের ব্যাংক বন্ধ থাকবে।

৩) ৮ মে বুধবার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার ব্যাংকগুলি বন্ধ থাকবে।

৪) ১০ মে শুক্রবার তারিখ রয়েছে অক্ষয় তৃতীয়া এই উপলক্ষে বেঙ্গালুরুর ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫) ১১ মে মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সারা দেশেই এইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৬) পরদিন ১২ মে রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

৭) ১৬ মে, বৃহস্পতিবার গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৮) ১৯ মে, রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে দেশে সমস্ত ব্যাংক ঐদিন বন্ধ থাকবে।

৯) ২০ মে সোমবার বেলাপুর এবং মুম্বাইতে লোকসভা নির্বাচন থাকায় ঐদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০) ২৩ মে, বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতা, দেরাদুন, রাঁচি, জম্মু, শ্রীনগর, চণ্ডীগড়, নয়াদিল্লি, বেলাপুর, নাগপুর, সিমলা, আগরতলা, আইজল, মুম্বাই, ইটানগর, ভোপাল, রায়পুর, দেরাদুন এবং লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১১) ২৫ মে মাছের চতুর্থ শনিবার হাওয়াই ঐদিন দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে।

১২) ২৬ মে রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

তবে এই দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকলেও এটিএম (ATM) থেকে আপনি নিজের প্রয়োজনে টাকা লেনদেন করতে পারবেন শুধুমাত্র ব্যাংকে গিয়ে আর্থিক লেনদেন বা অন্য কোন অফিশিয়াল কাজ করতে পারবেন না।

আরও পড়ুন👉: এই সময় অনলাইনে দেখাবে যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? সময় জানাল সংসদ

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: RBI Barred Bank: এই ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা RBI-এর! বন্ধ হল নতুন অ্যাকাউন্ট খোলা ও ক্রেডিট কার্ড পরিষেবা