29 ফেব্রুয়ারীর আগে ৬ দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক, RBI-এর তালিকা দেখে নিন
(১/৬) প্রতিবছরের শুরুতে রিজার্ভ ব্যাংকের (RBI) তরফ থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় বছরের কোন দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকবে তা উল্লেখ করা থাকে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ২০২৪ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি ছুটি রয়েছে।
(২/৬) এই মাসে শনি রবিবার ছাড়াও মাসের একাধিক দিনে ছুটি থাকবে। তালিকা অনুসারে জানা গেছে যে এই মাসে মোট ১১ দিন ব্যাংক বন্ধ থাকবে। আর এই দিনগুলিতে আপনি ব্যাংক সংক্রান্ত কোনো কাজ করতে পারবেন না।
(৩/৬) এমন অনেকে রয়েছেন যাদের ব্যাংকে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তবে আপনার ক্ষেত্রেও যদি এমন হয় তাহলে ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই ছুটির তালিকাটা দেখে নিন। আজকের এই প্রতিবেদনে আমরা ফেব্রুয়ারি মাসে কোন দিন গুলিতে ব্যাংক বন্ধ থাকবে সেই বিষয়ে জানাবো। চলুন তালিকাটি দেখে নেওয়া যাক।
(৪/৬) ১৮ ই ফেব্রুয়ারি ২০২৪ রবিবার উপলক্ষে দেশের সমস্ত ব্যাংক গুলি বন্ধ থাকবে। এরপরে ২৪ ফেব্রুয়ারি ২০২৪ মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে ঐদিন দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। ২০ ফেব্রুয়ারি ২০২৪ রয়েছে রাষ্ট্র দিবস ঐদিন আইজল এবং ইটানগরের ব্যাংক বন্ধ থাকবে।
আরও পড়ুন: Aadhaar Card: বাতিল হচ্ছে কেন আধার কার্ড? কাদের হচ্ছে? কী করতে হবে? বড় নির্দেশ জারি করলো নবান্ন
(৫/৬) ২৫ ফেব্রুয়ারি রয়েছে সব-ই-বরাতের কারণে ছুটি থাকবে।এছাড়াও দেশের একাধিক রাজ্যের ব্যাংকগুলিতে সরস্বতী পূজা ও ছত্রপতি শিবাজী জয়ন্তী সহ একাধিক উৎসবের কারণে বন্ধ থাকবে। ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ইটানগরের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
আরও পড়ুন: ১১ লক্ষ টাকা পেয়ে যাবেন প্রতিদিনে ৮৭ টাকা জমা করে, LIC-র এই বিশেষ প্ল্যান জেনে নিন
(৬/৬) প্রসঙ্গত উল্লেখ্য, এইসব দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকলেও অনলাইনে ব্যাংকের সমস্ত কাজকর্ম অব্যাহত থাকবে। এমনকি এটিএম এর কাজও করা যাবে। শুধুমাত্র ব্যাংকে গিয়ে গ্রাহকরা নিজেদের কাজ করতে পারবে না।