Post Office Scheme: ১০ বছরের মধ্যে কোটিপতি হবেন! পোস্ট অফিসের স্কিমে এইভাবে বিনিয়োগ করলে
Post Office Scheme: এমন অনেক মানুষ রয়েছেন যারা পোস্ট অফিসে (Post Office) টাকা বিনিয়োগ করতে চান। কারণ এখানে বিভিন্ন ধরনের সরকারি স্কিম থাকে যেগুলিতে সুরক্ষার মাধ্যমে গ্রাহকদের অর্থ সঞ্চয় করা হয়। তবে অনেকেই মনে করেন যে সরকারি স্কিমগুলিতে অর্থ রাখা সুবিধা হলেও এইগুলিতে অনেক কম সুদের হার পাওয়া যায়।
তবে অনেকেই হয়তো জানেন না পোস্ট অফিসের সরকারি স্কিমগুলি আপনাকে কোটিপতি বানাতে পারে। তবে এখানে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করার প্রয়োজন হয়। পোস্ট অফিসের একটি স্কিম রয়েছে যেখানে মাত্র ১০ বছর বিনিয়োগ করলেই আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন। নিম্নে এই স্কিমের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
স্কিমের নাম ও বিবরণ
পোস্ট অফিসের এই স্কিমের নাম হলো RD অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit Scheme)। এই স্কিমের মাধ্যমে ১০ বছরে কোটিপতি হওয়া সম্ভব।
কত বছরের জন্য বিনিয়োগ করতে হয়?
পোস্ট অফিসে RD অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিমে (Recurring Deposit Scheme) ৫ বছরের বিনিয়োগ করতে হয়। তবে যদি আপনি বেশি সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাহলে আরও ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন।
সুদের হার
এই স্কিমে সুদের হার রয়েছে বার্ষিক ৬.৭ শতাংশ। এই সুদ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে দেওয়া হয়।
কত টাকা বিনিয়োগ করতে হয়?
RD স্কিমে প্রতি মাসে ন্যূনতম ১০০ টাকা বিনিয়োগ করা যায়। সর্বোচ্চ ১০ বছরের জন্য এতে বিনিয়োগ করা যায়।
কত টাকা বিনিয়োগে কত টাকা মুনাফা লাভ করা যাবে?
এই স্কিমে আপনি যদি প্রতিমাসে ৬০,০০০ টাকা করে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করেন তবে মেয়াদ শেষে আপনি মোট ১.০২ কোটি টাকা ফিরে পাবেন। এক্ষেত্রে ১০ বছরে আপনি মোট ৭২ লক্ষ টাকা বিনিয়োগ করবেন এবং শুধুমাত্র সুদ হিসেবে পাবেন ৩০.৫১ লক্ষ টাকা।