Fraud Call: সাবধান! এই নম্বর থেকে ফোন এলে ভুলেও ধরবেন না, সতর্ক করল কেন্দ্র সরকার
সরকারের তরফ থেকে আপনার হোয়াটসঅ্যাপ কলে করা হয়েছে ফোন? ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি দাবি করছেন তিনি টেলিকমিউনিকেশন বিভাগ থেকে বলছেন? ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি আপনার ফোন নাম্বারটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা বলছে? তাহলে খুবই সতর্ক থাকুন। আপনি হতে পারেন প্রতারণার শিকার।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Government Of India) তরফ থেকে এই প্রতারণার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা নির্দেশিকা অনুসারে বলা হয়েছে যে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বিভাগের (DOT) নাম করে গ্রাহকদের করা হচ্ছে কল। আর সেই ভুয়ো কলের মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে আর্থিক প্রতারণা করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের (Government Of India) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে এমন একাধিক অভিযোগ সামনে এসেছে যেগুলিতে বলা হয়েছে, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ফোন এসেছে। সেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলছেন তাদের নাম্বারটি বেআইনি কাজে ব্যবহৃত হচ্ছে এবং তাদের মোবাইলের পরিষেবা দ্রুত নিষ্ক্রিয় করা হবে।
সরকারি দপ্তরের নাম করে আসা এই ভ্রান্ত কলে স্বাভাবিক ভাবেই ভয় পাচ্ছেন গ্রাহকরা। সেই সুযোগে প্রতরকগণ গ্রাহকদের কাছ থেকে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে নিচ্ছেন। আবার কিছু গ্রাহকরা আর্থিক প্রতারনার শিকারও হচ্ছেন এর ফলে।
আরও পড়ুন👉: HS Result Date 2024: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়ো খবর সামনে এলো! এই সময় প্রকাশ হতে পারে রেজাল্ট
কেবলমাত্র টেলিকমিউনিকেশন বিভাগ নয় CBI-এর নাম করে করা হচ্ছে এই প্রতারণামূলক কল। এককথায় তোলাবাজি চলছে কল গুলোর মাধ্যমে। এমনই অভিযোগ বারবার উঠে আসে কেন্দ্রীয় সরকারের (Central Government Of India) কাছে।
আর সে কারণে কেন্দ্রীয় সরকারের (Government Of India) তরফ থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে এই ধরনের ভ্রান্ত কলে যাতে গ্রাহক বিশ্বাস না করেন এবং টেলিকমিউনিকেশন বিভাগের তরফ থেকে এমন এমন ধরনের কল করার জন্য কাউকে নিযুক্ত করা হয় না।
আরও পড়ুন👉: LIC Scheme: ২৮ লক্ষ টাকা পাবেন LIC-তে প্রতিদিন ২০০ টাকা জমা করেই! দেখে নিন পদ্ধতি
সংশ্লিষ্ট নির্দেশিকায় বিদেশী নাম্বার থেকে আসা কলগুলি নিয়ে সাবধান থাকতে বলা হচ্ছে গ্রাহকদের। যে ফোন কলের নাম্বার গুলি ৯২ সংখ্যা দিয়ে শুরু সেই কলগুলি না ধরার কথা বলা হচ্ছে গ্রাহকদের। এই ধরনের ফোন ধরলেও তাতে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শই দেওয়া করা হচ্ছে গ্রাহকদের।
যদি কোন গ্রাহক এমন প্রতারণার শিকার হন তবে সেই গ্রাহককে কেন্দ্রীয় সরকারের (Central Government Of India) সঞ্চারসাথী পোর্টালে অভিযোগ জানাতে বলা হয়েছে। এছাড়াও গ্রাহকদের প্রয়োজনে সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার ১৯৩০ নাম্বারে ফোন করে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে।
আরও পড়ুন👉: ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Holiday: ফের এই দিন স্কুল-কলেজে সরকারি ছুটি ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করলো সরকার