Post Office Scheme: কোটিপতি হয়ে উঠুন পোস্ট অফিসের এই স্কিমে ৫০০০ টাকা বিনিয়োগ করে, রইল হিসেব

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Post Office Scheme: যদি আপনি সরকারি খাতে সঞ্চয় করার কথা ভেবে থাকেন, তবে সেক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প গুলি অতি উত্তম বিনিয়োগ মাধ্যম। কারণ পোস্ট অফিস বিনিয়োগ প্রকল্পগুলি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ শেষে পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। তবে যে সমস্ত বিনিয়োগকারী ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে চান তাদের ক্ষেত্রে পোস্ট অফিস RD একটি ভালো বিনিয়োগ বিকল্প হতে পারে। পোস্ট অফিস RD-তে বিনিয়োগ করলে সুদের হার চক্রবৃদ্ধি হার ত্রৈমাসিক ভিত্তিতে বৃদ্ধি পায়।

পোস্ট অফিস RD:

এই প্রকল্পে বিনিয়োগকারীরা ন্যূনতম প্রতি মাসে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগকারীরা সাধ্যমত সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন। সর্বাধিক বিনিয়োগের ক্ষেত্রে কোন সীমা নেই। যদি কোন বিনিয়োগকারী পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে (PORD) ৫,০০০ টাকা বিনিয়োগ করেন তবে তিনি ৫ বছর পর মেয়াদ শেষে পাবেন ৩,৫৬,৮৩০ টাকা

ওই বিনিয়োগকারীর ৫ বছরে মোট বিনিয়োগ করা অর্থের পরিমাণ হবে ৩ লক্ষ টাকা। আর তিনি সুদ বাবদ পাবেন ৫৬,৮৩০ টাকা। বিনিয়োগকারী চাইলে PORD অ্যাকাউন্টটি ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর আরও ৫ বছর মেয়াদ বাড়াতে পারেন।

এই পদ্ধতিতে কোন বিনিয়োগকারী যদি ১০ বছরের জন্য পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করেন তবে ওই বিনিয়োগকারীর মেয়াদ শেষে মোট জমা করা অর্থ রাশির পরিমাণ হবে ৮,৫৪,২৭২ টাকা এবং সুদ বাবদ পাবেন ২,৫৪,২৭২ টাকা। বিনিয়োগকারি এই পরিমাণ অর্থ নিশ্চিতভাবে রিটার্ন পাবেন।

আরও পড়ুন👉: কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরির সুযোগ! ! শীঘ্রই আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

পোস্ট অফিসের RD বিনিয়োগ প্রকল্প সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। পোস্ট অফিস দ্বারা পরিচালিত এই ছোট সঞ্চয় প্রকল্প গুলি সার্বভৌম গ্যারান্টি যুক্ত। কারণ এটি সরকার দ্বারা পরিচালিত বিনিয়োগ স্কিম। সুতরাং এই স্কিন গুলিতে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত।

পোস্ট অফিস RD:

এই স্কিমে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা পাবেন ৩ বছর পর প্রি-ম্যাচিউর ক্লোজারের সুবিধা। আপনি যে কোন পোস্ট অফিসের শাখায় ১০০ টাকার বিনিময়ে খুলতে পারবেন এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট (PORD)। এই বিনিয়োগ প্রকল্পের আওতায় একজন বিনিয়োগকারী যেকোনো সংখ্যা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে বিনিয়োগকারীরা সিঙ্গেল, যৌথ অ্যাকাউন্ট এবং তিনজন অবধি একত্রে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আরও পড়ুন👉: Mukesh Ambani: ৫০ লক্ষ চাকরি দেবেন মুকেশ অম্বানী, তাঁর মাস্টারপ্ল্যান কী? রইলো বিস্তারিত

অপ্রাপ্তবয়স্ক শিশুদের জন্য চাইলে অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারবেন। পোস্ট অফিস রিকারিং ডিপোজিটে বিনিয়োগের সময়সীমা ৫ বছর। তবে বিনিয়োগকারী চাইলে ৩ বছর পর প্রি-ম্যাচিউর ক্লোজার করতে পারবেন।

বিনিয়োগকারীরা এই অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট (PORD) থেকে লোন (Loan) নিতে পারবেন। তবে এই লোন আপনি নিতে পারবেন ১২ মাস টাকা জমা করার পর। আপনার অ্যাকাউন্টে সেই অবধি জমা হওয়া অর্থের ৫০ শতাংশ অর্থ আপনি লোন নিতে পারবেন।

আপনি যে পরিমাণ অর্থ লোন হিসাবে নেবেন সেটি একবারে বা কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তবে এক্ষেত্রে সুদের হার RD অ্যাকাউন্টের সুদের হারের থেকে ২ শতাংশ বেশি সুদের হার ধার্য করা হবে। এই প্রকল্পে রয়েছে মনোনয়নের সুবিধা।

আরও পড়ুন👉: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের বিরাট পর্যবেক্ষণ! কোন জেলায় কত শূন্যপদ?

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: SSC-TET: নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট