Aadhaar Card: বড় ঘোষণা আধার কার্ড নিয়ে! বিপদে পড়ার আগে জেনে নিন
সরকারের তরফ থেকে জারি হয়েছে আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বড় ঘোষণা। বিনামূল্যে আধার আপডেট করার সময় আবারও বৃদ্ধি করা হলো। যদিও পূর্বে সরকারের তরফ থেকে বিনামূল্যে আধার আপডেট করার সময় ১৪ই মার্চ অবধি নির্ধারণ করা হয়েছিল। এবার সেই সময়সীমা বৃদ্ধি করে ১৪ই জুন ২০২৪ অবধি করা হয়েছে।
সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম X-হ্যান্ডেলে UIDAI একটি পোস্টে জানায়, ভারতবর্ষের অসংখ্য আধার কার্ড (Aadhaar Card) হোল্ডারদের কথা স্মরণে রেখেই বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা ১৪ই জুন ২০২৪ অবধি বর্ধিত করা হলো।
আধার কার্ড আপডেটের পদ্ধতি:
এমন অনেক আধার কার্ড হোল্ডাররা আছেন যারা বিগত ১০ বছর ধরে তাদের আধার কার্ডে (Aadhaar Card) কোনরকম আপডেট করান নি। সেই সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আধার কার্ড আপডেটের পরিষেবা প্রদান করছে। MyAadhaar পোর্টাল থেকে আপনি আপনার আধার কার্ডটি আপডেট করাতে পারবেন।
আপনি অনলাইনের মাধ্যমে বিনামূল্যে ডেমোগ্রাফিক ডেটা আপডেট (Demographic Data Update) করতে পারবেন। আপনি যদি বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান (Fingerprint Scan) বা আইলেস স্ক্যান (Eyeless Scan) আপডেট করতে চান তবে আপনাকে অবশ্যই আধার সেন্টারে গিয়ে আপডেট করতে হবে।
আরও পড়ুন👉: Isha Ambani: মুকেশ অম্বানীর মেয়ে ইশার আম্বানীর বেতন জানলে আকাশ থেকে পড়বেন!
আধার আপডেটের প্রয়োজনীয়তা:
আপনি যদি কোন সরকারি যোজনা এবং অন্যান্য যেকোনো সরকারি পরিষেবার সুবিধা পেতে চান তবে সেক্ষেত্রে আপনার আধার কার্ড (Aadhaar Card) থাকা আবশ্যক। নতুন সিম কার্ড নেওয়া থেকে ব্যাংক অ্যা খোলা সর্বক্ষেত্রে প্রয়োজন আধার কার্ডের। একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনার কাছে আধার কার্ড থাকা অত্যন্ত প্রয়োজন। তাই আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করাও ততটাই প্রয়োজনীয়।
আরও পড়ুন: Jobs in India: সুখবর! দেশে প্রচুর চাকরি হবে আগামী ৩ মাসে, কোন কোন জায়াগায়? জেনে নিন