SBI-এর গ্রাহকদের জন্য বড় উপহার! এবার থেকে মিলবে এই বিশেষ সুবিধা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

যাদের স্টেট ব্যাংক (State Bank of India)-এ অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য বিশেষ সুখবর। এসবিআই(SBI)-এর তরফ থেকে ‘উইকেয়ার ফিক্সড ডিপোজিট’ (Wecare Fixed Deposit) স্কিমে বিনিয়োগের সময়সীমা বাড়ানো হলো। যারা নতুন করে এই স্কিমে বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য বিশেষ সুবিধা এটি।

উইকেয়ার ফিক্সড ডিপোজিট’ (Wecare Fixed Deposit) স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০২৪-এর ৩১ মার্চ। কিন্তু সম্প্রতি স্টেট ব্যাঙ্ক এই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। তাই এখন থেকে আগামী ৫ মাস পর্যন্ত গ্রাহকরা নিশ্চিন্তে এই স্কিমে বিনিয়োগ করতে পারবে।

এই স্কিমে বর্তমানে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। আপনি যদি স্টেট ব্যাংকের (SBI) এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে প্রবীণ নাগরিকদের সাধারণ বিনিয়োগকারীদের থেকে ০.৫ শতাংশ বেশি হারে সুদ পাবেন।

এই স্কিমে বিনিয়োগের মেয়াদ নির্ধারিত হয়েছে থেকে ১০ বছর পর্যন্ত। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) তরফ থেকে জানানো হয়েছে যে যারা নতুন করে এই স্কিমে বিনিয়োগ করবে তাদের নব নির্ধারিত হারে সুদ দেওয়া হবে।

আরও পড়ুন👉: Primary TET: ২০১৭-র প্রাইমারী টেট নিয়ে বড় খবর সামনে এলো! চিন্তা বাড়ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

দেশের অধিকাংশ প্রবীণ নাগরিকরা রিটার্নের আশায় ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)-এ বিনিয়োগ করে থাকেন। তবে স্টেট ব্যাংকের এই স্কিমে বিনিয়োগ করলে কোনরকম ঝুঁকি ছাড়াই মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। এই প্রকল্পটি প্রথম চালু করা হয়েছিল করনা মহামারির সময়। প্রবীণ নাগরিকরা নিজেদের অর্থ যাতে সঠিক জায়গায় নিরাপদ ভাবে বিনিয়োগ করতে পারে তার জন্য এই উইকেয়ার স্পেশাল এফডি স্কিম (Wecare Fixed Deposit) চালু করা হয়েছিল।

ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিমে (FD) প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করলে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। কিন্তু স্টেট ব্যাংকের এই স্কিমের যদি কেউ বিনিয়োগ করে তাহলে ৫০ বেসিস পয়েন্টের উপর আরও ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা যদি এই স্কিমে বিনিয়োগ করে তাহলে তাদের অতিরিক্ত ১ শতাংশ সুদ দেওয়া হবে।

আরও পড়ুন👉: WhatsApp-এর নতুন ফিচার! ইন্টারনেট ছাড়াই এই ভাবে পাঠানো যাবে ছবি!

এইবার বিনিয়োগের হিসেবে আসা যাক। আপনি যদি স্টেট ব্যাংকের উইকেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে (Wecare Fixed Deposit) ৫ লক্ষ্ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৭.৫০ শতাংশ সুদের হারে বিনিয়োগ শেষে আপনি মোট ফিরে পাবেন ৫,৪১,৯১৩ টাকা। এরমধ্যে শুধুমাত্র সুদ হিসেবে আপনাকে দেওয়া হবে ৪১,৯১৩ টাকা। আয়কর আইন অনুযায়ী এসবিআই নির্ধারিত সুদের উপর টিডিএস (TDS) কাটা হয়। সাধারণ ফিক্সড ডিপোজিটে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদ পর্যন্ত সময়ের জন্য এসবিআই (SBI) সুদ প্রদান করে ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ হারে।

এর পূর্বে স্টেট ব্যাংকের তরফ থেকে এই স্কিমের সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছিল। করোনা মহামারির সময় প্রথম এই থিম চালু করা হয়েছিল। নির্ধারিত হয়েছিল ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত কিন্তু বিনিয়োগের সময়সীমা পরিবর্তন করে  ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপরে আরো কয়েকবার ধাপে ধাপে এই সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে এই স্কিমের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন👉: কীভাবে শুরু হবে নতুন নিয়োগ? বেতন ফেরত কাদের দিতে হবে? SSC মামলার রায় নিয়ে সব প্রশ্নের উত্তর জেনে নিন

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন