HS Result Date 2024: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়ো খবর সামনে এলো! এই সময় প্রকাশ হতে পারে রেজাল্ট

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

HS Result Date 2024: অন্যান্য বছরের তুলনায় এই বছর মাধ্যমিক (Madhyamik Exam) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS Exam) অনেক আগেই সম্পন্ন করা হয়েছে। এর কারণ হলো সামনেই রয়েছে লোকসভা ভোট (Lok Sabha Election)।

ভোটের কারণে পরীক্ষার যেন কোনরকম সমস্যা যেনো না হয় তার জন্যই এই বছর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেলেও অনেকের মনে এখন প্রশ্ন রয়েছে যে রেজাল্ট কবে দেওয়া হবে।

সূত্রের একটি খবর অনুযায়ী জানা গেছে যে এপ্রিল মাসের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে। কারণ ইতিমধ্যেই প্রায় ১০০% উত্তর পত্রের নম্বর পর্ষদের কাছে জমা পড়েছে।

এইবার যেহেতু অনলাইনে উত্তর পত্রের নম্বর জমা দেওয়া হয়েছে সে কারণে অন্যান্য বাড়ি তুলনায় অনেক কম সময়ের মধ্যে ১০০ শতাংশ উত্তর পত্রের নম্বর জমা করা হয়েছে। এখন অপেক্ষা শুধু নির্দেশের। এই নির্দেশ জারি হলে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন👉: LIC Scheme: ২৮ লক্ষ টাকা পাবেন LIC-তে প্রতিদিন ২০০ টাকা জমা করেই! দেখে নিন পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

 প্রসঙ্গত উল্লেখ্য এই বছর উচ্চমাধ্যমিক দিয়েছে প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। এই মুহূর্তে তারা রেজাল্ট নিয়ে চিন্তিত হলেও তাদের জানানো হয়েছে যে খুব শীঘ্র তাদের রেজাল্ট প্রকাশ করা হবে।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হলে ছাত্র-ছাত্রীদের ফোন করে শুভেচ্ছা ও তাদের সম্মান স্বরূপ কোনরকম সংবর্ধনা জানানো হবে কিনা সেই ব্যাপারে সরকারকে প্রশ্ন করেছে অনেকে। তবে এই ব্যাপারটি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতামত নিয়ে পরে জানাবে বলেছে সরকার।

আরও পড়ুন👉: ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: Holiday: ফের এই দিন স্কুল-কলেজে সরকারি ছুটি ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করলো সরকার