Big News!গরমের ছুটির আগে স্কুল-কলেজে ছুটির ঘোষণা! তালিকা দেখে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সামনেই আসছে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। এই ভোটের আর বেশি দেরি নেই। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যতদিন ভোট চলবে সেই উপলক্ষে স্কুল ও কলেজ পড়ুয়াদের ছুটি দেওয়া হবে।একাধিক ভোট গ্রহণের কেন্দ্রগুলি (Polling Station) সরকারি স্কুলে বা কলেজে করা হয়ে থাকে। তাই এই ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় সেই কথা ভেবে স্কুল-কলেজ ছুটি দেওয়া হবে।

তবে ভোট উপলক্ষে যে শুধুমাত্র সরকারি স্কুল বা কলেজ গুলি বন্ধ থাকবে তা নয় এই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও একাধিক সরকারি অফিস কর্পোরেশন বোর্ড ও স্থানীয় সংস্থাগুলি বন্ধ থাকবে। প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারে সেই কথা ভেবে সরকার এরূপ নির্দেশ দিয়েছে।

ভোট উপলক্ষে উত্তরবঙ্গের চা বাগান-সহ দোকান এবং বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সংসদ এমনকি বিধানসভা কেন্দ্র ভোটের দিন সকলে যাতে ভোট দানে সঠিকভাবে অংশ নিতে পারে তার জন্য ছুটি থাকবে। ঐদিন ছুটি নেওয়ার জন্য কোন কর্মীর বেতন কাটা যাবে না।

সরকার অনুমতি প্রদানের পরেও যদি কোন কর্মচারী বিধানসভা কেন্দ্রের বাইরে কাজ করেন এবং ভোটগ্রহণের তারিখটি ছুটি না থাকলে তবে সেই কর্মীদের বিশেষ ছুটির অনুমতি দিতে হবে। সরকারের তরফ থেকে এরূপ নির্দেশনা জারি করা হয়েছে।

ভোটগ্রহণের জন্য যেসব কেন্দ্রগুলি ব্যবহার করা হবে সেগুলিতে আগের দিন ছুটি থাকবে। কারণ ভোটের জন্য একাধিক ব্যবস্থা করার প্রয়োজনে ঐদিন পড়ুয়াদের স্কুলে ক্লাস করা যাবে না। তাদের ছুটি দিতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

নির্দেশনায় আরো বলা হয়েছে যে ভোটগ্রহণের কাজে ব্যস্ততার জন্য যদি গভীর রাত পর্যন্ত এই কাজ চলতে থাকে তাহলে পরের দিন দেরিতে অফিসে উপস্থিতি বা ছুটির জন্য কর্মীরা আবেদন করতে পারবে।

এই বারের লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল তারিখ থেকে। এই ভোট চলবে জুন মাসের ১ তারিখ পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ গুলি হল ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে , ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন৭ দফায় হবে এই লোকসভা ভোট। মোট ৪২ টি লোকসভা আসনে ৭ দফায় ভোট নেওয়া হবে। আগামী ৭ মে (ভগবানগোলা) ও ১ জুন (বরানগর) উপনির্বাচন হবে এই দুটি বিধানসভা কেন্দ্রে।

১৯ এপ্রিল তারিখে প্রথম পর্যায়ের নির্বাচন হবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।

দ্বিতীয় দফার নির্বাচন হবে ২৬ এপ্রিল তারিখে। দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ এই তিনটি জেলায়  দ্বিতীয় দফার নির্বাচন হবে।

তৃতীয় দফার নির্বাচন হবে ৭ মে তারিখে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ এই জেলাগুলিতে।

চতুর্থ দফার নির্বাচন হবে ১৩ মে তারিখে। বহরমপুর, রানাঘাট, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বোলপুর, বীরভূম, আসানসোল এই জেলাগুলিতে চতুর্থ দফা নির্বাচন হবে।

পঞ্চম দফার নির্বাচন হবে ২০ মে তারিখে। উলুবেড়িয়া, বনগাঁ, ব্যারাকপুর, শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া, হুগলী এই জেলা গলিতে পঞ্চম দফার নির্বাচন হবে।

ষষ্ঠ দফার নির্বাচন হবে ২৫ মে তারিখে। মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া,  তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়্গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতে ষষ্ঠ দফার নির্বাচন হবে।

সপ্তম ও শেষ দফার নির্বাচন হবে ১ জুন তারিখে। এই নির্বাচন হবে দমদম, মথুরাপুর,  বারাসাত, ডায়মন্ডহারবার, বসিরহাট, জয়নগর, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কেন্দ্রে।

সমস্ত জায়গায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন তারিখে।

ভোটের ছুটির সঙ্গে সঙ্গে পড়ুয়াদের গরমের ছুটিও খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। আগামী ৬ মে তারিখ থেকে রাজ্যে গরমের ছুটি পড়ছে। এই ছুটির বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জারি করেছে। এই গরমের ছুটি স্থায়ী হবে ৬ মে তারিখ থেকে ২ জুন পর্যন্ত। রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলি এই সময়ে গরমের ছুটির কারণে বন্ধ থাকবে।

অন্যান্য বছরগুলিতে গরমের ছুটির তারিখ নির্ধারণ করা থাকে ৯ মে তারিখ থেকে ২০ মে তারিখ পর্যন্ত। কিন্তু ভোটের জন্য এইবার গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্য সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক সমস্ত স্কুল এই সময়ে বন্ধ থাকবে।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন