Madhyamik-HS Result 2024: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় খবর সামনে এলো!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

চলতি মাসের আগের মাসেই সমাপ্ত হয়েছে মাধ্যমিক (Madhyamik), উচ্চমাধ্যমিক (HS) পরীক্ষার। এই পরীক্ষার ফল প্রকাশ কবে হবে সেই দিনের আশায় অধীর আগ্রহে দিন গুনছে পড়ুয়ারা। ছাত্রজীবনে প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা তাই এই পরীক্ষা নিয়ে ছাত্রদের মনে উদ্বেগ অনেক বেশি। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের (Madhyamik Exam Results) উপর নির্ভর করছে ছাত্ররা পরবর্তী ধাপে কি নিয়ে এগোবে? তাই এই পরীক্ষার ফলাফল নিয়ে পড়ুয়াদের মধ্যে স্বপ্ন ও চাহিদা অনেক বেশি।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার ভিত্তি নির্ভর করছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর। তাই পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফল প্রকাশের দিন গুনছে পরীক্ষার্থীরা। কিছুদিন আগেই খবর পাওয়া যায় যে এপ্রিল, মে মাসে প্রকাশ হতে পারে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল। তবে বর্তমানে জানা যাচ্ছে যে, চলতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল (HS Exam Results) প্রকাশিত হবে মে মাসে

WBBSE-এর একজন সিনিয়র আধিকারিকের কাছ থেকে প্রাপ্ত খবর অনুসারে, পূর্বের ফলপ্রকাশের থেকে ধারণা করা যায় যায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসে প্রকাশিত হতে পারে। ওই উচ্চপদস্থ আধিকারিকের কথায়, “ফলাফলের তারিখ এখনি  নিশ্চিত করে বলা সম্ভব না হলেও  মাধ্যমিকের ফলাফল মে মাসে ঘোষণা করা হতে পারে।”

প্রসঙ্গত বলা যায় যে, গত বছর ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Exam Results) প্রকাশিত হয়। পূর্বেও মাধ্যমিক পরীক্ষায় শেষ হওয়ার ৭৫ দিন থেকে ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সম্ভবত এবারও তেমন হবে। তবে গতবারের তুলনায় এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: সরাসরি রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

অনুমান করা হচ্ছে যে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলও প্রকাশিত হতে পারে মে মাসেই। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam Results) ফলাফল প্রকাশিত হয়েছিল ২৪ মে তারিখে। পড়ুয়ারা অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in-গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Exam Results) দেখতে পারবেন।

মে মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জানতে পারবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার সমাপ্তি লগ্নে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এমন কথায় জানান শিক্ষার্থীদের উদ্দেশ্যে।

আরও পড়ুন: Breaking News: অবশেষে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ! নবম থেকে দ্বাদশে শিক্ষক নিয়োগের বড় আপডেট

ঠিক কোন দিন প্রকাশিত হবে সে কথা না জানালেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমাপ্তি লাভ নেই শিক্ষা সংসদের সভাপতি বলেন, ৩ মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। তবে অনুমান করা হচ্ছে যে এবার ৯০ দিনের আগেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Exam Results)। এবার থেকে পরীক্ষকরা উত্তরপত্র দেখে অনলাইনে নাম্বার জমা করবেন তাই পুরো প্রক্রিয়াটি অনেক কম সময়ে সম্পন্ন হবে এবং আরও দ্রুত ফলাফল প্রকাশিত করা যাবে বলে অনুমান করছেন শিক্ষা সংসদ সভাপতি।

আরও পড়ুন: WB SSC: SLST চাকরিপ্রার্থীদের জন্য কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি জারি, কারা ডাক পাবেন?

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: কন্যাশ্রী প্রকল্পে চাকরির সুযোগ! কারা কী ভাবে আবেদন করবেন?