UPI Payment: নতুন বছরে সুখবর! UPI নিয়ে বড় আপডেট এল, বিরাট লাভ হবে আপনার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) Reserve Bank of India-এর পক্ষ থেকে হাসপাতাল (Hospital) এবং শিক্ষা প্রতিষ্ঠানে লেনদেনের ক্ষেত্রে লেনদেনের পরিমাণ ৫ লক্ষ টাকা অবধি করা হয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের উক্ত পরিষেবা চালু করার জন্য ১০ জানুয়ারি অবধি সময় প্রদান করা হয়েছে।

(২/৫) RBI ডিসেম্বরে একটি অর্থনৈতিক বৈঠকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI)-এর মাধ্যমে পেমেন্টের সর্বাধিক সীমা ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা অবধি বৃদ্ধি করা হয়েছে।

(৩/৫) RBI-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে UPI অটো-পেমেন্টের ক্ষেত্রে অর্থের পরিমাণ বৃদ্ধি করা হবে। RBI-এর নির্দেশ অনুসারে UPI অটো-পেমেন্টের সময় বাড়তি ফ্যাক্টর প্রমাণীকরণ (AFA) দরকার। এই সময়ে AFA প্রযোজ্য হবে যখন ১৫,০০০ টাকার বেশি স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট করা হবে।

(৪/৫) ২০২৩ সালে ১৯ ডিসেম্বর NPCI জারি করা সার্কুলার অনুযায়ী, UPI একটি জনপ্রিয় লেনদেনের মাধ্যম হিসাবে বিবেচিত। উন্নয়নমূলক এবং নিয়ন্ত্রক নীতি অনুযায়ী, RBI তরফ থেকে জানানো হয়েছে যে, বিভিন্ন খাতের জন্য UPI-তে প্রতি লেনদেনের পরিমান বৃদ্ধির প্রয়োজনীয়তা আছে।

আরও পড়ুন: Google Pay: ১ লক্ষ টাকা পাবেন গুগল পে থেকে, পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৫) UPI-এর মাধ্যমে লেনদেনের পরিমান বর্তমানে হাসপাতাল এবং শিক্ষাগত পরিষেবাগুলি ক্ষেত্রে ৫লক্ষ টাকা অবধি করা হয়েছে। তবে এই বাড়তি লেনদেনের পরিমাণ কেবলমাত্র ব্যবসায়ীদের জন্য ধার্য্য হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন