Primary TET: ২০১৭-র প্রাইমারী টেট নিয়ে বড় খবর সামনে এলো! চিন্তা বাড়ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের
২০১৭ সালে প্রাথমিকের ২১ টি প্রশ্ন ভুল করায় এই মর্মে একটি মামলা দায়ের করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) এই নিয়ে একটি কমিটি তৈরি করে এবং এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেয়। কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আর আগামী জুন মাসের ১১ তারিখ।
২০১৭ সালের ওই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার এক বড় খবর সামনে এলো। ২০১৭ প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে আবারো একটি মামলা বিচারপতি রাজশেখর মান্থার (Rajashekhar Mantha) এজলাসে দায়ের করা হয়েছে।
মামলায় কারণে দায়ের করা হয়েছিল যে ২০১৭ সালে প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্রের ২১ টি প্রশ্ন ভুল দেওয়া হয় আর এই মামলার রায়ে বিচারপতি রাজশেখর মান্থা (Rajashekhar Mantha) প্রাথমিক শিক্ষা পর্ষদকে সিদ্ধান্ত গ্রহণের জন্য ১ দিন সময় দিয়েছে।
২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্র ভুল হয়েছে এই নিয়ে একাধিক জন মামলা দায়ের করে আদালতের পক্ষ থেকে বিষয়টি সত্য কিনা তা যাচাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে, যদি প্রশ্নপত্র ভুল থাকে তাহলে সকলকে সেই প্রশ্নের জন্য নম্বর দিতে হবে। আবার প্রশ্নটি যদি থাকে বা আংশিক ক্ষতি থাকে তাহলে সে অনুযায়ী তাদের নম্বর দিতে হবে অথবা প্রশ্নপত্র ভুলের জন্য সকলের নম্বর বাদ দেওয়া হবে।
আরও পড়ুন👉: WhatsApp-এর নতুন ফিচার! ইন্টারনেট ছাড়াই এই ভাবে পাঠানো যাবে ছবি!
এই বিষয়টি সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত গ্রহণের জন্য পর্ষদকে একদিন সময় দেওয়া হয়েছে। নিয়োগ সম্পর্কিত মামলায় আদালত সম্প্রতি যে রায় ঘোষণা করেছে তাই নিয়েই এখন সকলে ঘোরের মাঝে রয়েছে। এরই মাঝে ২০১৭ সালের টেট সম্পর্কিত মামলার রায় এসে পড়েছে। অনেকে আশঙ্কা করছেন এটি হয়তো এসএসসির থেকে বড় কোন নির্দেশ নিয়ে আসবে।
আরও পড়ুন👉: কীভাবে শুরু হবে নতুন নিয়োগ? বেতন ফেরত কাদের দিতে হবে? SSC মামলার রায় নিয়ে সব প্রশ্নের উত্তর জেনে নিন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Loksabha Election 2024: পাহাড় থেকে সমতল, আজকের দ্বিতীয় দফার তিন কেন্দ্রের ভোট সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন