Breaking News: প্রাইমারীতে ৯,৫৩৩ জনের মেধাতালিকা প্রকাশ! নিয়োগ হবে ১ সপ্তাহের মধ্যে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WB Primary Recruitment 2024: আইনি জটিলতা পেরিয়ে শেষে রাজ্যবাসীর কাছে এল খুশির খবর। ২০২২ সালে যে প্রাথমিক নিয়োগের (Primary Recruitment) প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশিত হল আজ অর্থাৎ বুধবার২০২২ সালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে নিয়োগ করা হবে শিক্ষক।

যদিও পরে ২০২২ সালের প্যানেল নিয়ে শুরু হয় একাধিক আইনি ঝামেলা। এই আইনি সমস্যা শেষে যায় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অবধি। উক্ত মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) স্থগিত আদেশ প্রত্যাহার করে নেওয়ার পর আজ প্রকাশিত হয়েছে মেধাতালিকা। পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Paul)আজ অর্থাৎ বুধবার দিন একটি সাংবাদিক বৈঠকে উক্ত মেধাতালিকাটি সামনে আনেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষক পদে মোট ১১ হাজার ৭৬৫ টি শূন্যপদ থাকলেও ৯৫৩৩ জনের একটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফ থেকে। জানানো হয়েছে বাকি শূন্যপদে বর্তমানে কোনো কোনো রকম নিয়োগ করা হবে না।

পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Paul) বলেন, আগামী সপ্তাহেই করা হবে নিয়োগ এবং ৭ দিনের মধ্যেই যোগ্য চাকরি প্রার্থীরা নিয়োগপত্র হতে পেয়ে যাবেন। অর্থাৎ আর মাত্র ৭ দিনের অপেক্ষা তারপরই তারা পাবেন চাকরি।

আরও পড়ুন: ৫ হাজারেরও বেশি শূন্যপদে রেলে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বুধবার দিন প্রকাশিত উক্ত মেধাতালিকায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছেন ২০১৪ এবং ২০১৭ সালের টেট (WB TET Exam) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যোগ্য চাকরি প্রার্থীরা।

পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Paul) আরও বলেন, এবারের মেধাতালিকায় প্রথম বার প্রকাশ করা হচ্ছে প্রাপ্ত নম্বরের ‘ব্রেক আপ’। যা এর আগে কখনও প্রকাশ করা হয়নি পর্ষদের তরফ থেকে।

আরও পড়ুন: Job News: চাকরি নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! কোন কোন পদে চাকরি?

অনুমান করা হচ্ছে যে, স্বচ্ছ ভাবে নিয়োগের কথা স্মরণে রেখেই পর্ষদের তরফ থেকে এরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি এও বলেন যে উক্ত নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া।

আরও পড়ুন: LPG Cylinder Rate: ফেব্রুয়ারিতেই বেড়ে গেলো LPG সিলিন্ডারের দাম! রান্নার গ্যাসের দাম কত এখন?

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন