WBSSC: ‘জট কাটার ৭ দিনের মধ্যে নিয়োগ’ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু-র বিরাট বার্তা শিক্ষক নিয়োগ নিয়ে
(১/৮) WBSSC: উচ্চ প্রাথমিকের (Upper Primary) শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি জানিয়েছেন যে আদালতের জট কাটলেই এরপরে ৭ দিনের মধ্যে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ কয়েক বছর ধরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে। কিন্তু নিষ্পত্তি আর হচ্ছে না।
(২/৮) নিজেদের অধিকারের দাবি জানিয়ে রাস্তায় নেমে সরব হয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। গত বৃহস্পতিবার তারা কলকাতায় এই নিয়ে মিছিল এবং বিক্ষেভ দেখান। তারা এই মর্মে দাবী করে যে দীর্ঘ ৯ বছর ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে, দ্রুত এর নিষ্পত্তি করা হোক।
(৩/৮) আর এই মর্মেই শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জানিয়েছেন যে নিয়োগ প্রক্রিয়া তখনই সম্ভব হবে যদি আদালতের জট কাটে। এই আদালতের জট যখন কাটবে তার এক সপ্তাহের মধ্যে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু প্রার্থীরা দাবি জানিয়েছে যে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরকে সক্রিয়ভাবে উদ্যোগ গ্রহণ করে আদালতের কাজ নিষ্পত্তি করতে হবে।
(৪/৮) গত বৃহস্পতিবার বাংলা একাডেমিতে এক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেখানে আপার প্রাইমারির (Upper Primary) চাকরিপ্রার্থীরা শিক্ষা মন্ত্রীকে একাধিক প্রশ্ন করেন। তাদের প্রশ্নের উত্তর হিসেবে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান যে, “পুরোটাই আদালতে আটকে রয়েছে। এখানে আমরা কিছুই করতে পারিনা। বিচারকের কাছে আমাদের পর্ষদের আইনজীবীরা আবেদন করেছেন। আমরা যদি আদালত থেকে এই জট ছাড়িয়ে আনতে পারি, তাহলে যেদিন ছাড়াতে পারবো, তার সাত দিনের মধ্যেই নিয়োগ করব।”
(৫/৮) উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্রথম দফার কাউন্সিলিং ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। গত এক মাস আগেই এই কাউন্সেলিং শেষ হয়েছে। কিন্তু দ্বিতীয় দফার কাউন্সেলিং কবে হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে কারণ স্কুল সার্ভিস কমিশন এ ব্যাপারে জানিয়েছিল যে প্রথম দফার কাউন্সেলিং শেষ হওয়ার পরপরই দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হয়ে যাবে।
(৬/৮) কিন্তু প্রথম দফার কাউন্সেলিং শেষ হয়ে যাওয়ার পর একমাস হয়ে গেলেও এখনো দ্বিতীয় দফার কাউন্সেলিং এর কোন খবর নেই। যার কারনে ক্ষুব্ধ হয়েছে চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য সূত্রের একটি খবর অনুযায়ী জানা গেছে যে প্রথম পর্বের মেধা তালিকায় মোট ৮৯০০ জন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। কিন্তু এই কাউন্সেলিং এই অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৫ জন প্রার্থী।
(৭/৮) আবার ৯৪ জন প্রার্থী কাউন্সিলিংয়ে এসে স্কুল বাছাই করেনি। সে হিসেবে দ্বিতীয় দফায় অনেক বেশি জন প্রার্থীর ডাক পাওয়ার কথা। তা সত্ত্বেও দ্বিতীয় দফার কাউন্সিলিং শুরু হওয়ার কোন খবর স্কুল সার্ভিস কমিশন দেয়নি।
(৮/৮) যার কারণে গত বৃহস্পতিবার চাকরিপ্রার্থীরা কলকাতার রাস্তায় বিক্ষোভ দেখিয়ে নিজেদের ক্ষোভ জানিয়েছেন। তারা দাবী জানিয়েছে যে দ্রুত আদালতের জট কাটিয়ে দ্বিতীয় দফার নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক।